Advertisement
২৪ এপ্রিল ২০২৪
acid

Skincare: অ্যাসিডের নাম শুনেই ভয় পাচ্ছেন? ত্বকের যত্নেও কিন্তু এটি দরকারি

এখনও কিছু কিছু জিনিস ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে অনেকের ধারণা রয়েছে। অথচ ত্বকের সতেজতা বজায় রাখতে এ সব ভুল ধারণা ভাঙা জরুরি।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ১৭:২৯
Share: Save:

কয়েক দশক ধরে ত্বকের পরিচর্যা নিয়ে গোটা পৃথিবীতে বিভিন্ন পরীক্ষা চলছে। পুরনো ধারণা বদলে তৈরি হয়েছে নতুন কিছু ধারণা। যা যা ত্বকে প্রয়োগ করতে কিন্তু-কিন্তু বোধ করত মানুষ, আজ তার মধ্যে অনেক জিনিসই নামী সংস্থার প্রসাধনীর উপকরণ বলে পরিচিত। কিন্তু এখনও কিছু কিছু জিনিস ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে ভুল ধারণা পোষণ করি আমরা। বিশেষ করে রূপচর্চার খুঁটিনাটি যাঁরা জানেন না, এমন মানুষজন ভয় পান নতুন কিছু ব্যবহার করে দেখতে। অথচ ত্বকের সতেজতা বজায় রাখতে এ সব ‘মিথ’ ভাঙা জরুরি।

রাসায়নিক

‘রাসায়নিক’ শব্দটি মূলত ত্বকের যত্নে নেতিবাচক অর্থেই ব্যবহৃত হয়। কিন্তু অনেকেই জানেন না যে, এটি আংশিক ভাবে একটি বিপণন কৌশল। একটু খোঁজখবর করে নিলে ত্বকের যত্নের উপাদানগুলিতে রাসায়নিকের উপস্থিতি নি ভয় পাওয়ার কোনও কারণ নেই। বহু চর্মরোগ বিশেষজ্ঞও এ নিয়ে আশ্বস্ত করেছেন। প্রকৃতপক্ষে সব কিছুই রাসায়নিক।

কয়েক দশক ধরে ত্বকের পরিচর্যা নিয়ে গোটা পৃথিবীতে বিভিন্ন পরীক্ষা চলছে। পুরনো ধারণা বদলে তৈরি হয়েছে নতুন কিছু ধারণা। যা যা ত্বকে প্রয়োগ করতে কিন্তু-কিন্তু বোধ করত মানুষ, আজ তার মধ্যে অনেক জিনিসই নামী সংস্থার প্রসাধনীর উপকরণ বলে পরিচিত। কিন্তু এখনও কিছু কিছু জিনিস ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে ভুল ধারণা পোষণ করি আমরা। বিশেষ করে রূপচর্চার খুঁটিনাটি যাঁরা জানেন না, এমন মানুষজন ভয় পান নতুন কিছু ব্যবহার করে দেখতে। অথচ ত্বকের সতেজতা বজায় রাখতে এ সব ‘মিথ’ ভাঙা জরুরি।

রাসায়নিক

‘রাসায়নিক’ শব্দটি মূলত ত্বকের যত্নে নেতিবাচক অর্থেই ব্যবহৃত হয়। কিন্তু অনেকেই জানেন না যে, এটি আংশিক ভাবে একটি বিপণন কৌশল। একটু খোঁজখবর করে নিলে ত্বকের যত্নের উপাদানগুলিতে রাসায়নিকের উপস্থিতি নি ভয় পাওয়ার কোনও কারণ নেই। বহু চর্মরোগ বিশেষজ্ঞও এ নিয়ে আশ্বস্ত করেছেন। প্রকৃতপক্ষে সব কিছুই রাসায়নিক। যা যা নিত্য আমরা ব্যবহার করি। এমনকি, আমরা যে বাতাসে শ্বাস নিই, যে জল পান করি, সবই আসলে বিবিধ রাসায়নিক।

প্যারাবেন

প্যারাবেন হল ত্বকের যত্নের পণ্যগুলির জন্য অত্যন্ত কার্যকরী প্রিজারভেটিভ। খুব সংবেদনশীল ত্বক ছাড়া প্যারাবেন কোনও জ্বালা সৃষ্টি করতে পারে না। বেশির ভাগ মানুষ অজান্তেই প্যারাবেন যুক্ত পণ্য ব্যবহার করেন। চিকিৎসকের বিশেষ বারণ না থাকলে প্যারাবেন-সহ প্রসাধনী আপনিও ব্যবহার করতে পারেন।

সিলিকন

চুলের যত্ন নিয়ে প্রশ্ন উঠলে সিলিকনগুলি খারাপ প্রভাব ফেলতে পারে কিংবা চুলকে রুক্ষ করে দেয়। এ রকম কিছু ধারণা বহুদিন ধরেই প্রচলিত। অথচ সিলিকন কিন্তু প্রাকৃতিক উত্স থেকেই আসে। এগুলি একটি খনিজ যা সিলিকা তৈরির জন্য অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। আদতে তা চুল ও ত্বকের জন্য বিশেষ দরকারি। এই উপাদানটিকে ঘিরে বিভিন্ন ভুল ধারণা রয়েছে। যেমন কী ভাবে সিলিকন আপনার ত্বকের ছিদ্রগুলিকে আটকে রাখে বা ব্রণ সৃষ্টি করে! এ সব আসলে মিথ্যা। ডাইমেথিকোনের মতো কিছু সিলিকন আবার ক্ষত এবং পোড়া ত্বকের সুরক্ষার জন্য বিশেষ অনুমোদিত।

অ্যাসিড

রূপচর্চায় অ্যাসিড বিশেষ জরুরি— এ কথা শতকরা নব্বই ভাগ মানুষই মানতে চান না। অথচ বহু শতাব্দী ধরেই বিবিধ অ্যাসিড বহু জনপ্রিয় প্রাচীন উপাদানের মাধ্যমে ব্যবহৃত হয়ে আসছে। ক্লিওপেট্রা তার ত্বককে এক্সফোলিয়েট করার জন্য দুধে পাওয়া ল্যাকটিক অ্যাসিড ব্যবহার করতেন। এবং ইউরোপীয় মহিলারা তাদের মুখ ধুয়ে ফেলার জন্য বাসি ওয়াইন ব্যবহার করছেন যেহেতু এতে টারটিক এবং ম্যালিক অ্যাসিডের বৈশিষ্ট্য রয়েছে। ত্বকের যত্নে আপনিও তাই অ্যাসিডের আণবিক আকার এবং এর শক্তির উপর নির্ভর করতে পারেন।

খনিজ তেল

খনিজ তেল বা মিনারেল অয়েল হল তেলের একটি উপজাত ধরন, যা শুষ্ক এবং সংবেদনশীল ত্বকের জন্য উপকারী। এর ময়শ্চারাইজিং প্রকৃতি শীতকালে ত্বককে সুরক্ষিত রাখে। তবুও মানুষ খনিজ তেল ব্যবহারে আজও ভয় পান। কিন্তু প্রসাধনীতে অনুমোদিত খনিজ তেল কঠোর পরিশোধন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। তা এর মধ্যে থাকা সব বিষাক্ত জিনিস সরিয়ে দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

acid silicon Mineral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE