বর্ষা এলে গরম থেকে মুক্তি হয় ঠিকই, কিন্তু সমস্যা শুরু হয় ত্বক ও চুল নিয়ে। বর্ষার উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় চুল তেলচিটে হয়ে যায়। কারও আবার চুল রুক্ষ হতে শুরু করে। খুশকি, চুল ঝরে পড়া বর্ষার সাধারণ সমস্যা। বৃষ্টির মরসুমে পরিবেশগত কারণে ও যত্নআত্তির অভাবে চুল রুক্ষ হয়ে যেতে পারে। কী ভাবে চুলের যত্ন নেবেন তার কয়েকটি উপায় জেনে রাখুন।
১) অলিভ অয়েল, মধুর মাস্ক
ছোট একটি পাত্রে সম পরিমাণে অলিভ অয়েল এবং মধু নিন। ভাল করে মিশিয়ে ভিজে চুলে মাথায় মাখুন এই মাস্ক। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। চুল অতিরিক্ত শুষ্ক হলে এই মাস্ক দারুণ কাজ করবে।
২) টক দই, মধুর মাস্ক
আধ কাপ টক দইয়ের সঙ্গে ২ চামচ মধু মিশিয়ে নিন। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত মেখে রাখুন এই মিশ্রণ। মিনিট কুড়ি পর শ্যাম্পু করে নিন। ঘরোয়া উপায়ে স্পা করার দারুণ পন্থা এটি।
আরও পড়ুন:
৩) কলা এবং মধুর মাস্ক
একটি পাকা কলা চটকে তার মধ্যে ২ টেবিল চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। এ বার ওই মিশ্রণ মাথায় মেখে রাখুন আধঘণ্টা। তার পর মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। খেয়াল করবেন, চুলে যেন কলার অবশিষ্টাংশ থেকে না যায়।
৪) অ্যালো ভেরা এবং নারকেল তেলের মাস্ক
২ চামচ অ্যালো ভেরার শাঁস এবং ১ চামচ খাঁটি নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন। এ বার মাথার ত্বকে এই মিশ্রণ ভাল করে মেখে রাখুন। চুল খুব রুক্ষ হলে চুলের গায়েও মাখতে পারেন। আধঘণ্টা থেকে ৪৫ মিনিট পর মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।