সামনেই পুজো। তাই এখন থেকে একটু একটু করে ত্বকের যত্ন নিতে শুরু করেছেন। দেখেশুনে দাম দিয়ে অনলাইনে নানা রকম প্রসাধনীও কিনেছেন। অফিস থেকে ফিরতে রাত হলেও ক্লান্ত শরীরে ধাপে ধাপে সেই সব প্রসাধনী যত্ন করে মাখছেন। সবই সুন্দর, দাগছোপহীন, জেল্লাদার ত্বক লাভের আশায়। এতে কি আদৌ লাভ হচ্ছে কিছু? নায়িকাদের মতো ত্বক পেতে হলে বাইরে থেকে যত্ন করলেই হবে না। সঙ্গে কিছু নিয়মও মেনে চলতে হবে। বাজারচলতি প্রসাধনীতে নানা রকম রাসায়নিক থাকে, তাই সেগুলি ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। বদলে কী কী ব্যবহার করবেন জেনে নিন।
হলুদের গুণে মুছবে দাগছোপ
অ্যান্টি-ইনফ্ল্যামেটরি হলুদের গুণে দাগছোপ উঠে যাবে। ত্বকের রন্ধ্রে জমে থাকা ধুলোময়লা টেনে বার করতে হলুদের জুড়ি মেলা ভার। হলুদের ফেসপ্যাক মুখে লাগালে প্রথমেই ত্বকে ঠান্ডা অনুভূতি হবে। হলুদ ত্বকে লাগালে, ত্বকের রং উজ্জ্বল হয়, ব্রণ-ফুস্কুড়ির সমস্যা কমে। হলুদের ফেসপ্যাক এক দিনেই মুখ উজ্জ্বল করতে পারে।
আরও পড়ুন:
আধ চা-চামচ হলুদ গুঁড়োর সঙ্গে এক চা চামচ বেসন, এক চা চামচ দই আর কয়েক ফোঁটা মধু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মুখে-গলায়, দুই হাতেও মেখে নিতে পারেন। হলুদের ফেসপ্যাক লাগানোর পরে ১৫-২০ মিনিট রাখবেন। তার বেশি নয়। এর পর ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিতে হবে।
নিমের ফেসপ্যাক
১ চামচ নিম গুঁড়ো এবং গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগান, প্রায় ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিমেও রয়েছে প্রদাহনাশক উপাদান। এছাড়া এটি ব্যাক্টেরিয়ার সংক্রমণ রোধ করতে এবং অন্যান্য জীবাণুর সংক্রমণ ঠেকানোর জন্যও উপকারী।
নারকেল তেলের অনেক গুণ
এক চা চামচ নারকেল তেলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে প্যাক বানিয়ে নিন। ঘন মিশ্রণ তৈরি করতে হবে। তার পর ধীরে ধীরে মুখে মালিশ করুন এই মিশ্রণ। ৩০-৪০ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাক খুব তাড়াতাড়ি ত্বকের জেল্লা ফেরাবে। ত্বক নরম এবং মসৃণও করবে।