ওয়্যাক্সিং ভাল? নাকি লোম কামিয়ে নেওয়াই কাজের? বহু বছর ধরে এ নিয়ে দোলাচল চলেছে। অনেকেই বলে থাকেন মেয়েদের ত্বকের জন্য ওয়্যাক্সিংই ভাল। তাতে ত্বক পরিষ্কার হয়। আবার তুলতুলে থাকে। অন্য দিকে, রেজর চালালে ত্বক খসখসে হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। অনেকে মনে করেন, রেজর নিয়মিত ব্যবহার করলে বেড়ে যেতে পারে লোমও।
কিন্তু এখন জীবনের গতি বদলেছে। প্রযুক্তিরও উন্নতি ঘটেছে। অনেকেই মনে করছেন রেজরে ফিরে যাওয়াই যায়।
তিন কারণে ওয়্যাক্সিং ছেড়ে রেজরে যাওয়ার দিকে ঝোঁক বাড়ছে—