হঠাৎ বন্ধুদের সঙ্গে বেরোনোর পরিকল্পনা হতেই আলমারি ঘেঁটে পছন্দের ড্রেসটি বার করলেন। কিন্তু পায়ে যে রোমভর্তি। হাতে সাঁলোয় যাওয়ার সময় নেই, তাই চটজলদি গায়ের রোম তুলতে রেজ়ারই ভরসা! হঠাৎ কোথাও বেরোতে হলে রেজ়ার দিয়েই কাজ সারতে হয়। অল্প সময়ে মুশকিল আসান করলেও রেজ়ার ব্যবহারের পর গা-হাত পা বেশ খসখসে হয়ে যায়।
শুধু তা-ই নয়, রোম তোলার কয়েক দিন পরই তা বাড়তে শুরু করে। আসল রূপ ধরা পড়ে। তখন ছোট ঝুলের পোশাক পরতেও খারাপ লাগে। কারণ, রোম পুরোপুরি ভাবে না বেরোলেও কাঁটার মতো হাতে ফোটে। ‘স্ট্রবেরি’-র মতো কালো ছিট ছিট দাগযুক্ত হাত বা পায়ের সমস্যায় জর্জরিত অনেকেই। পা বা হাত দেখা যায়, এমন পোশাক পরতেও অস্বস্তি বোধ করেন তখন। মা, ঠাকুরমাদের কাছে বিষয়টি ‘পদ্মকাঁটা’ নামে পরিচিত, বাহারি নাম ‘স্ট্রবেরি লেগ’। এর থেকে মুক্তির স্থায়ী উপায় জানা নেই অনেকেরই। তবে শেভিংয়ের সময় কিছু নিয়ম মেনে চললেই এই সমস্যার সমাধান সম্ভব।
রেজ়ার দিয়ে গায়ের লোম তোলার সময় নির্দিষ্ট সময় অন্তর অন্তর রেজ়ার বদল করা জরুরি। সঠিক পদ্ধতিতে রেজ়ার ব্যবহার করলে কিন্তু ত্বকের ক্ষতি হয় না। জেনে নিন, রেজ়ার ব্যবহার করার পরেও কী ভাবে ত্বক কোমল থাকবে, দূর হবে ‘স্ট্রবেরি লেগ’-এর সমস্যা।
১) রেজ়ার ব্যবহার করার মিনিট দশেক আগে গরম জলে স্নান করে নিতে পারেন। স্নানের সময় বাথ স্ক্রাব কিংবা লুফা ব্যবহার করলে ত্বকের উপরের মৃত কোষগুলি উঠে যায়। ফলে ত্বক কোমল ও নরম থাকে।
২) স্নানের সময় স্ক্রাবিং জরুরি। ‘স্ট্রবেরি লেগ’-এর অন্যতম কারণ হল ত্বকের উপরের মৃত কোষ। তাই শেভিংয়ের আগে ভাল স্ক্রাবার ব্যবহার করে স্ক্রাবিং করা জরুরি। ইউরিয়া, এএইচএ, বিএইচএ বা ল্যাক্টিক অ্যাসিডযুক্ত স্ক্রাবার ব্যবহার করুন।
৩) শেভিংয়ের সময়ে কিন্তু ভুলেও গরম জল ব্যবহার করবেন না। তখন কিন্তু ঠান্ডা জল দিয়েই ত্বক ভেজাতে হবে। গরম জল ত্বক বেশি কোমল করে দেয়, ফলে শেভিংয়ের সময় কেটে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়।
৪) শেভিংয়ের সময়ে সাবান ব্যবহার করা উচিত নয়। এই ভুলের কারণেই কিন্তু ত্বক রুক্ষ হয়ে যায়, ‘স্ট্রবেরি লেগ’-এর সমস্যা আরও বাড়ে। রেজ়ার ব্যবহারের সময়ে ক্লিনজ়িং জেল বা লোশন ব্যবহার করুন। এতে ত্বক কোমল থাকবে। একান্তই জেল বা লোশন না থাকলে কন্ডিশনার ব্যবহার করতে পারেন।
৫) শেভিংয়ের পদ্ধতি ভুল হলেও ত্বক রুক্ষ হয়ে যায়। রোমের অভিমুখ যে দিকে, প্রথম বার তার উল্টো দিক থেকে লোম তোলা উচিত। প্রথমে উল্টো দিক থেকে রেজ়ার টেনে তার পর সোজা দিকে টানুন। শেষে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিন। রোম তোলা হয়ে গেলে ত্বকে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে অনেকেই ভুলে যান। এই ভুলেই কিন্তু ত্বক শুষ্ক আর খসখসে হয়ে যায়।