করোনা পরিস্থিতে বিগত দু’বছরের মতো ফের বাড়ি থেকে কাজ করা শুরু হয়েছে। সারা দিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকার ফলে নিজের দিকে তাকানোর সময় পাচ্ছেন না অনেকেই। বিশেষ করে ঘাটতি থেকে যাচ্ছে চুলের যত্নে। চুলের ক্ষেত্রে একটি সুবিধা হল, অল্প যত্নেই তা সুস্থ ও সুন্দর থাকে। নিয়ম করে চুল আঁচড়ালে মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়ে। তবে ব্যস্ততার কারণে চুলের বাড়তি যত্ন নিতে পারেন না অনেকে। তাঁদের জন্য রইল অতি সহজে চুল যত্নে রাখার চারটি কৌশল।
খুলে নয়, বেঁধে রাখুন চুল
বাইরে বেরোলে চুল খুলে না যাওয়াই ভাল। বাইরের রোদ, ধুলোবালির সংস্পর্শে এসে চুল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে চড়া রোদে চুল ছেড়ে না রাখাই ভাল।