মেকআপ তখনই সুন্দর হবে, যদি চোখের সাজ নিখুঁত হয়। চোখের সাজ নিয়ে এখন রূপটানশিল্পীরা নানা রকম পরীক্ষা-নিরীক্ষাও করছেন। চোখের রূপটানগুলির মধ্যে ‘স্মোকি আইজ’, ‘সানসেট আইজ’, ভারী চোখের পাতা, সাদা আইলাইনারের ব্যবহার এখন খুব বেশি চলছে। তবে চোখের সাজ নিখুঁত করতে চাইলে মেনে চলতে হবে কয়েকটি টোটকা। অনেকের চোখ ছোট বলে তাঁরা আক্ষেপ করেন, তবে কায়দা জানলে ছোট চোখকেও বড় দেখানো যায়। জেনে নিন, কোন টোটকা মেনে মেকআপ করলে ছোট চোখও বড় দেখাবে।
১) ভুরু যদি ঠিকঠাক মাপের না হয়, তা হলে কিন্তু কোনও সাজই ঠিক খোলে না। যদি চোখের মেকআপে জোর দেন, তা হলে অবশ্যই খেয়াল রাখুন ভুরুতে। সময় বার করে অবশ্যই পার্লারে গিয়ে ভুরু শেপ করবেন। চোখ বড় দেখাতে ঘন মেকআপ করলে তার উপর এবড়ো-খেবড়ো ভুরু দেখতে খুবই খারাপ লাগবে।
২) চোখের কোলে কালি থাকলে চোখ দেখতে আরও ছোট ও ক্লান্ত লাগে। তাই মেকআপ শুরু করার আগে কনসিলার দিয়ে চোখের কোলের কালি ঢাকা ভীষণ জরুরি। এতেই চোখ দেখতে কিছুটা বড় লাগবে।
৩) আইশ্যাডোর রং যত হালকা হবে, চোখ দেখতে ততই বড় লাগবে। বাইরের দিকে গাঢ় রঙের আইশ্যাডো লাগালেও চোখের ভিতরের কোলে হালকা আইশ্যাডো লাগান। সাদা, সিলভার, গোল্ডেন, ব্রোঞ্জ কিংবা ন্যুড শেডের আইশ্যাডো ব্যবহার করুন।
৪) গোটা চোখ জুড়ে মোটা করে আইলাইনার লাগাবেন না। চোখের নীচের অংশে আইল্যাশের ভিতর দিকে আইলাইনার লাগাবেন না। আইল্যাশের বাইরে দিয়ে লাগান। চোখের কোল পর্যন্ত টানবেন না। তার একটু আগে ছেড়ে দিন।