শীতের মরসুম মানেই ত্বক শুষ্ক হয়ে যায়। ঠোঁট ফাটতে শুরু করে। আর এই সময়েই আসে যত বিয়েবাড়ির নিমন্ত্রণ। শীতের সময় শুষ্ক ত্বকে মেকআপের পর আরও যেন টানতে থাকে। শীতেও নিখুঁত জেল্লাদার মেকআপ করতে চান? তা হলে কতগুলি টোটকা জেনে রাখুন।
১) শীতের ত্বক এতটাই শুষ্ক থাকে যে মসৃণ ভাবে ফাউন্ডেশন লাগানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সারা ত্বকে ছোপ ছোপ দাগ পড়ে যায়। আর ফেস পাউডার লাগালে তো কথাই নেই। ত্বকের উপর সাদা দাগ ফুটে ওঠে। তাই ফাউন্ডেশন লাগানোর আগে ভাল করে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। আর্দ্র ত্বকে ফাউন্ডেশন বসতে সুবিধে হবে। এই সময় ম্যাট নয় গ্লোয়িং লিকুইড ফাউন্ডেশন বেছে নিন। এটি ত্বকে খুব ভাল ভাবে মিশে যাবে। ত্বকে ফেস পাউডার নয় কমপ্যাক ব্যবহার করুন।
২) শুকিয়ে যাওয়া ফাটা ঠোঁটে লিপস্টিক লাগালে দেখতে খুবই খারাপ লাগে। ঠোঁট নিয়মিত এক্সফোলিয়েট করুন। লিপস্টিক পরার আগে লিপ বাম অবশ্যই লাগিয়ে নেবেন। রোজ রাতে শোয়ার আগে ভাল করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। চিনি, মধু, নারকেল তেল, অলিভ অয়েলে দিয়ে তৈরি ঘরোয়া স্ক্রাব মৃত কোষ দূর করতে সাহায্য করে। সপ্তাহে অন্তত দু’-তিন দিন এক্সফোলিয়েট করলে ঠোঁটে রক্ত চলাচল স্বাভাবিক হবে। ঠোঁটে জেল্লাও থাকবে।
৩) শীতের সময়ে অনেকেরই ‘ড্রাই আইজ়’-এর সমস্যা হয়। ফলে চোখ থেকে জল পড়ে। আর এমন হলে কাজল, আইলাইনারের দফারফা হয়ে যাবে। তাই স্মাজ প্রুফ কাজল পরতে পারেন। কাজল লাগানোর পরে নিজেই আঙুল দিয়ে স্মাজ করে নিন। তার পরে তুলো বা নরম কাপড় দিয়ে অতিরিক্ত কাজল মুছে নিন। স্মাজ হওয়া কাজলের উপর সামান্য পাউডার ব্রাশে করে বা স্পঞ্জের সাহায্যে মিশিয়ে নিন। তাতে কাজল ঘেঁটে যাবে না। কাজলের নীচে ওয়াটার প্রুফ লাইনারের একটি রেখা টেনে দিন। এতেও কাজল যথাস্থানে থাকবে।