পুজোর আর বাকি হাতে গোনা কয়েকটা দিন। মুখে যাদের ব্রণের সমস্যা, তাঁরা কী ভাবে পুজোর আগে ব্রণমুক্ত উজ্জ্বল ত্বক পাবেন। এ ব্যাপারে চটজলদি এবং কার্যকর সমাধান হিসাবে কাজে লাগতে পারে নিম পাতা এবং চন্দনের গুঁড়ো।
বাজারে রেডিমেড নিমের গুঁড়ো বা চন্দনের গুঁড়ো কৌটোয় ভরে বিক্রি করা হয়। বিশ্বাসযোগ্য জায়গা থেকে কিনে নিতে পারেন। অথবা বাড়িতে নিমপাতা বেটে নিয়ে, চন্দন কাঠ পিষে বেটে নিয়েও তৈরি করতে পারেন প্যাক।
কী ভাবে বানাবেন?
১ চামচ নিম পাউডার বা নিম পাতা বাটা
১ চামচ চন্দন পাউডার বা চন্দন বাটা
১-২ চামচ গোলাপ জল অথবা সাধারণ জল (যদি গোলাপ জল না থাকে)।
একটি পাত্রে নিম ও চন্দন মিশিয়ে নিন। এর মধ্যে গোলাপ জল বা সাধারণ জল মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। পেস্টটি যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়।
কী ভাবে ব্যবহার করবেন?
১. প্রথমে একটি হালকা ফেস ওয়াশ ব্যবহার করে আপনার মুখ ভালো করে পরিষ্কার করে নিন।
২. আঙুলের ডগা বা ব্রাশের সাহায্যে আলতো করে প্যাকটি আপনার সারা মুখে, বিশেষ করে ব্রণের উপর লাগান। চোখের চারপাশের সংবেদনশীল ত্বক এড়িয়ে চলুন।
৩. প্যাকটি ১৫ থেকে ২০ মিনিটের জন্য মুখে রেখে দিন, যতক্ষণ না এটি সম্পূর্ণ শুকিয়ে যায়।
৪. শুকিয়ে গেলে সাধারণ ঠান্ডা জল দিয়ে ধীরে ধীরে মাসাজ করে প্যাকটি ধুয়ে ফেলুন।
৫. মুখ মুছে নেওয়ার পর আপনার ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
৬. ব্রণ কমাতে চাইলে সপ্তাহে ২ থেকে ৩ বার এই প্যাকটি ব্যবহার করা যেতে পারে।
৭. ত্বক খুব বেশি সংবেদনশীল হয়, তাহলে ব্যবহারের আগে একবার ত্বকের ছোট অংশে লাগিয়ে পরীক্ষা করে নিন।
প্যাকটি কেন উপকারী?
নিম: নিমে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণাবলী, যা ব্রণের সৃষ্টিকারী ব্যাকটেরিয়াদের মেরে ফেলে এবং ত্বকের লালচে ভাব ও ফোলা কমায়।
চন্দন: চন্দন ত্বককে শীতল করে, অতিরিক্ত তেল শোষণ করে এবং ব্রণের দাগ হালকা করতে সাহায্য করে। প্রদাহ কমাতেও সাহায্য করে। যা ব্রণ হওয়ার অন্যতম কারণ।