দীপাবলিতে লাল সাবেকি পোশাকে সেজেছেন তৃপ্তি। ছবি: ইনস্টাগ্রাম
দীপাবলিতে বলিউডের কোন নায়িকা কেমন সাজছেন, সে নিয়ে কৌতুহল তুঙ্গে। কেউ শাড়িতে চমকে দেবেন, কেউ লেহঙ্গায় আবার কেউ ফিউশন সাজে। তার মধ্যে একেবারে সাবেকি সাজে ধরা দিলেন তৃপ্তি ডিমরি। দীপাবলিতে মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া ৩’। ‘ভুলভুলাইয়া’র সিক্যুয়েলে নতুন মুখ হিসাবে দেখা যাবে তৃপ্তিকে। টিনসেল টাউনের হাল আমলের উঠতি নায়িকাদের মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছেন তিনি। সম্প্রতি ‘অশালীন নাচ’ নিয়ে যতই বিতর্ক হোক না কেন, দীপাবলিতে তৃপ্তির সাজ মনে ধরেছে তাঁর অনুরাগীদের।
পোশাকশিল্পী ঋতু কুমারের ডিজাইনে লাল রঙের সালোয়ার-স্যুট পরেছেন তৃপ্তি। মেক আপের তেমন আড়ম্বর নেই চোখে-মুখে। গোল গলা কুর্তার গলায় ও সোনালি জরির কাজ। গোটা কুর্তায় এমব্রয়ডারি করে ফুলের ছাপ তুলেছেন পোশাকশিল্পী। সালোয়ার-স্যুটটিতে নজর কেড়েছে তার ওড়না। হালকা শিফনের সোনালি রঙের ওড়নার পাড়েও মোটা জরির কাজ করা হয়েছে।
জমকালো লাল সালোয়ারের সঙ্গে গলায় পাথর বসানো নেকপিস পরেছেন তৃপ্তি। একই রকম ছোট ছোট পাথর বসানো ব্রেসলেট পরেছেন একহাতে। চুল পিছন দিকে আলগা করে আটকে বান করেছেন। সাইড লকসে মোহময়ী লাগছে তাঁকে। সালোয়ারের রঙের সঙ্গে মিলিয়ে লাল গ্লসি লিপস্টিক পরেছেন। মেকআপের আতিশয্য নেই। এর আগে এক সাক্ষাৎকারে তৃপ্তি বলেছিলেন, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং ত্বকের অতিরিক্ত তেল ধুয়ে ফেলতে দিনের শুরুতেই তিনি মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলেন। ভিটামিন সি দেওয়া সিরামও ব্যবহার করেন। দীপিকা, আলিয়ার মতো তৃপ্তিও ত্বকের যত্ন নেন বরফ দিয়ে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy