ডিজ়াইনার, লেখক, তারকাসন্তান, তারকাপত্নী— এত সব ভারী ভারী পরিচয় যাঁর, তাঁর যাপনও নিশ্চয়ই ততখানিই খরচসাপেক্ষ! টুইঙ্কল খন্না তাঁর ত্বকচর্চা, কেশচর্চার জন্য তাহলে নামীদামি স্যালোঁর উপর নির্ভরশীল! এ সব ধারণা আদপেই ভুল। বরং প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে আসা ঘরোয়া রূপচর্চার টোটকাই অক্ষয় কুমারের স্ত্রীর ভরসা। আর তাতেই মেলে উপকার।
টুইঙ্কল সম্প্রতি তাঁর কেশচর্চা নিয়ে কথা বলতে গিয়ে মন্তব্য করেন, ‘‘আমি তো আমার মাথাকে ঘরের ফ্রিজের মতো ব্যবহার করি।’’ শুনে আশ্চর্য লাগতে পারে। মাথাকে ফ্রিজের মতো ব্যবহার করার অর্থ কী? বিস্তারিত জানালেন টুইঙ্কল। আর তাতে জানা গেল, এ টোটকা টুইঙ্কলের নিজের নয়, তাঁর মা ডিম্পল কাপাডিয়ার। মায়ের কাছ থেকে শেখা এই কৌশল তিনি নিজের মাথার ত্বকে প্রয়োগ করেন।
ঠিক যে ভাবে হেঁশেলের প্রয়োজনীয় খাদ্য-পানীয় ফ্রিজে সংরক্ষণ করা হয়, সে ভাবেই মাথার ত্বকে সব কিছু ঢেলে দিতে পছন্দ করেন ডিম্পল ও টুইঙ্কল। তালিকায় রয়েছে, বিয়ার, দই, ডিমের মতো খাদ্য-পানীয়। টুইঙ্কল সাক্ষাৎকারে বলেছেন, ‘‘আমি আমার মাথার ত্বককে ফ্রিজের মতো ব্যবহার করি, যেখানে বিয়ার, দই, ডিম— যা কিছু আছে, ঢেলে দিই। এটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, এবং বেশ ভাল ফল পাই।’’ রাজেশ খন্নার কন্যা কখনও সখনও পেঁয়াজের রস বের করে তা মাথার ত্বকে মাসাজ করেন। এর পর ২০ মিনিট রেখে দিয়ে ভাল ভাবে ধুয়ে ফেলেন জলে। এটি মাথার ত্বকের জন্য বিশেষভাবে উপকারী।
টুইঙ্কলের এই ঘরোয়া রুটিন প্রমাণ করে, প্রাকৃতিক উপাদান চুলের জন্য কতটা কার্যকর হতে পারে। তাঁর এই অভ্যাস অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে।