নিয়মিত ঘরদোর পরিষ্কার করার অভ্যাস থাকলেও বাড়িরই এরকম কিছু জায়গা রয়েছে যেগুলি পরিষ্কার করার কথা আমাদের মাথাতেই আসে না। কাজেই জায়গাগুলিতে ধুলো-ময়লা জমে যায়। তা থেকে জীবাণু সংক্রমণও হতে পারে কিন্তু। কাজেই এবার থেকে বাড়ি পরিষ্কার করার সময় এই সব জায়গাগুলির কথা ভুলবেন না যেন!
সুইচ বোর্ড
বেশির ভাগ বাড়িতেই সুইচ বোর্ডের মাথায় ধুলো জমে থাকে। অনেক সময় নোংরা জমে জমে সুইচগুলি কালচে হয়ে যায়। অপরিষ্কার সুইচবোর্ড থেকেও কিন্তু ছড়াতে পারে রোগজীবাণু। কারণ এটিতে আপনি সর্বদাই হাত দিচ্ছেন। তাই সুইচ বোর্ড পরিষ্কার রাখা জরুরি। একটা নরম কাপড়ে সামান্য ক্লিনার স্প্রে লাগিয়ে সুইচ ও বোর্ড পরিষ্কার করুন। তারপর একটি শুকনো কাপড় দিয়ে পুরোটা মুছে নিন। ভুলেও জল ব্যবহার করবেন না।