গ্রীষ্মকালে কোন রঙের দেওয়ালে সাহাবেন ঘর? যাতে গৃহবন্দি এ সময়ে মন ভাল থাকে?
এ দেশে গরম পড়লেই ঘরে একটু হাওয়া ঠান্ডা করতে ইচ্ছা হয়। তার মধ্যে দিন কাটছে বাড়িতে আটকেই। সর্বক্ষণ শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রের উপরে নির্ভর করলেও চলে না। তবে কী ভাবে তা করা সম্ভব? ঘরের সাজ পরিবর্তন করা যায় কি না, তা ভেবে দেখা যায়। সবচেয়ে সহজ উপায় হল রং বদল। যাতে ঘর খোলামেলা দেখায়। মন ঠান্ডা থাকে।
কোন কোন রঙে সাজাতে পারেন ঘর?