Advertisement
E-Paper

আদরের মার্জারকে মাছ, ভাত, তরকারি খাওয়াচ্ছেন? মানুষের কোন খাবার বিড়ালের জন্য ক্ষতিকর?

বিড়ালের জন্য রান্নার বালাই নেই, রোজের খাবার থেকেই তাকে খেতে দিচ্ছেন? তাদের জন্য কোনটি ভাল, কোন খাবারে ক্ষতি হতে পারে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৯:২৮
Common Human Foods That Are Dangerous for Cats

আদরের পোষ্য বিড়ালকে কোনটি খাওয়াবেন, কোনটি নয়? ছবি: সংগৃহীত।

আদরের পোষ্য। ভাত, মাছ, তরকারি— ঘরে যেটাই ভাল-মন্দ হয়, সেটাই তাকে দেওয়া চাই। ‘টুনু’, ‘রিনি’, ‘ঝন্টি’-র মতো মার্জার শাবকদের ভাল করতে গিয়ে মন্দ করে ফেলছেন না তো?

খুদে বাবিলের আবদারে তাদের বাড়ির অতিথি হয়েছে চারপেয়ে টুনু। পাড়াতেই একটি বিড়ালের চার শাবক হয়েছিল। তার মধ্যে বেঁচে থাকা এক জন বাবিলদের বাড়ির সদস্য হয়ে উঠেছে। এই ভাবেই বহু বাড়িতে বিড়াল হয়ে ওঠে পোষ্য। অনেকে শখ করে বিদেশি বিড়ালও পোষেন। কিন্তু তাদের কি মানুষের সব খাবারই খাওয়ানো যায়?

ছোটবেলায় শুধুই দুধ দেওয়া হত টুনুকে। কিন্তু বড় হতেই মাছ, ভাত, ঝোল-ঝাল সবই মেখে দেওয়া হচ্ছে তাকে। কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রাখলে কোনটা খাওয়ানো যায়, ক্ষতি করতে পারে কোনটা?

রসুন, পেঁয়াজ: তরকারি হোক বা মাছ, রসুন, পেঁয়াজ দিয়ে কষিয়ে রাঁধা খাবার বিড়ালকে দিলে পেটের সমস্যা হতে পারে। পেঁয়াজ, রসুন মার্জারদের উপযোগী নয়। তা ছাড়া, তেল-মশলাদার খাবার মানুষ খেলেও চারপেয়েদের তা সহ্য হয় না। নিয়মিত তা খাওয়ালে বিড়ালের খিদে কমে যাবে, পেটের গোলমাল, এমনকি বমিও হতে পারে।

আঙুর-কিশমিশ: আঙুর, কিশমিশের মতো ফলও মার্জাদের জন্য ক্ষতিকর হতে পারে। তাদেরকে ফল না খাওয়ালেও এগুলি নাগালের বাইরে রাখাই ভাল। কৌতূহল বশে খেয়ে ফেললেই, পেটের সমস্যা হতে পারে। এগুলি বিড়ালদের জন্য একেবারেই ভাল নয়, কোনও কারণে খেয়ে ফেললে বা খাওয়ানো হলে স্বাস্থ্যের বড় রকম ক্ষতি হতে পারে।

মাছ, মাংস, ডিম: কাঁচা মাছ, মাংস বিড়াল খেয়েই থাকে। কিন্তু কাঁচা ডিম বিড়ালের পক্ষে মারাত্মক ক্ষতিকর হতে পারে। কাঁচা মাছ-মাংস থেকেও জীবাণু সংক্রমণ হতে পারে। মাছ, মাংস, ডিম সুসিদ্ধ করে তাদের খাওয়ানো উচিত। এতে নুন, তেল কোনওটাই দেওয়া যাবে না। সেদ্ধ করা মাছ, মাংস, ডিম বিড়ালের জন্য উপাদেয় খাবার।

কৃত্রিম চিনি: কেক, লজেন্স, পায়েস বা মিষ্টি জাতীয় কোনও খাবার তা যতই লোভনীয় হোক না কেন, বিড়ালের জন্য তা স্বাস্থ্যকর নয়। এই ধরনের খাবার যা দেখে বিড়াল প্রলোভিত হতে পারে বা কৌতূহলে খেয়ে নিতে পারে সেগুলি সরিয়ে রাখাই ভাল।

চকোলেট, চিপ্‌স: চকোলেট, চিপ্‌স‌ের মতো খাবার খাওয়ার সময় খুদেরা বিড়ালকে খাইয়ে দিতেই পারে। এই জিনিসওগুলিও মার্জারের স্বাস্থ্য-বান্ধব নয়। এই ব্যাপারেও সতর্ক হতে হবে।

কোন খাবার বিড়ালের জন্য ভাল?

সেদ্ধ করা বা বেক করা মাছ, মাংস। সেদ্ধ করা ডিম। গাজর, বিন্‌স, কুমড়ো, আলু লেটুস, শসা, বিড়ালকে খাওয়ানো যায়। মাছের সঙ্গে অল্প পরিমাণে ভাত কিংবা ওট্‌স সেদ্ধ দেওয়া যেতে পারে। অল্প পরিমাণে ফল খাওয়ানো যেতে পারে। বেরি জাতীয় ফল, আপেল, কলা বিড়ালকে খাওয়ানো যায়। তবে খেয়াল রাখতে হবে ঘরে নিজেদের খাওয়ার জন্য যে তেল-মশলা দেওয়া রান্না হয়, সেগুলি বিড়ালের উপযোগী নয়। ঝাল-তেল-নুন ছাড়া খাবারই তাদের দেওয়া যায়।

Cat Food cats
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy