সকালের দিকে হালকা কুয়াশার চাদর জানান দিচ্ছে, শীতের মরসুম এসে গিয়েছে। অনেকের কাছেই এই সময়টা ভীষণ প্রিয়। শীতের মরসুম মানেই উৎসব-অনুষ্ঠান। কমলারঙা রোদ্দুর গায়ে মেখে নতুন সাজে সেজে ওঠার সময় এখন।
ডিজ়াইনে ব্যতিক্রমী ধারা, পোশাকের কাট ও অভিনব নকশার চিন্তা... সব মিলিয়ে অভিষেকের পোশাক যেন এক নতুন মরসুমের সূচনা করেছে। ছবি: কৌস্তভ সাইকিয়া।
কিন্তু সাজার আগে বুঝতে হবে, কেমন সাজলে শুধু সুন্দর নয়, এই মরসুমে মানানসই দেখাবে নিজেকে। তার সঙ্গে শীতে আরামও যাতে বজায় থাকে, সেটা মাথায় রাখতে হবে। সেই ভাবনা থেকেই ‘উইন্টার ব্লসম’ কালেকশন নিয়ে এলেন পোশাকশিল্পী অভিষেক দত্ত। চিরাচরিত শীতপোশাকের ট্রেন্ড ধরে এগোননি অভিষেক। কাট ও টেক্সচারের উপরেই জোর দিয়েছেন। আগে যেখানেশাল-কার্ডিগান দিয়ে শীতে আড়াল খুঁজতে হত, এখন সেই জায়গা দখল করে নিয়েছে কেতাদুরস্ত জ্যাকেট।
অভিষেকের কথায়, “সুট, ট্রেঞ্চকোট আর ল্যাপেল জ্যাকেট কলকাতার শীতের আবহাওয়ায় খুব ভাল মানায়। ছেলেদের জন্য বম্বার জ্যাকেটও রয়েছে। এই মরসুমে আবার ফ্যাশনে ফিরছে জাম্পসুট। নি-লেংথ ড্রেসের সঙ্গতে জ্যাকেট বা কেপ ফ্যাশন-পারদ আরও বাড়িয়ে দেয়।” লেদার জ্যাকেটে কলার ও কাফের কাজ তা আরও আকর্ষক করে তোলে পোশাককে।
ডিজ়াইনে ব্যতিক্রমী ধারা, পোশাকের কাট ও অভিনব নকশার চিন্তা... সব মিলিয়ে অভিষেকের পোশাক যেন এক নতুন মরসুমের সূচনা করেছে। ছবি: কৌস্তভ সাইকিয়া।
শীতের মরসুমে বোল্ড প্রিন্টের যেমন দাপট রয়েছে, তেমন মোনোক্রোমও নিজের স্থান ধরে রেখেছে। পোশাকশিল্পীরা তাঁদের সম্ভারের মাধ্যমে সাসটেনেবল ফ্যাশনের বার্তাও দিয়েছেন। সাজের গ্ল্যামার কোশেন্ট বাড়াতে সিকুইন ও সোয়ারোভ্সকি দিয়ে পুরনো লেদারেও নতুন লুক আনা হয়েছে। কী ভাবে শীতের পোশাক আধুনিক রূপ নিয়েছে, তা অভিষেকের নতুন সম্ভারে ধরা পড়েছে। তাঁর ককটেল ড্রেস যতটা ট্রেন্ডি, রিসর্টওয়্যারেও ততটাই কমফর্ট রয়েছে। শীতের মরসুমকে মাথায় রেখে তৈরি এই সংগ্রহ শুধু ফ্যাশনদুরস্ত নয়, দৈনন্দিন ব্যবহারের জন্যও আরামদায়ক, জানালেন অভিষেক।
শন বন্দ্যোপাধ্যায়। ছবি: কৌস্তভ সাইকিয়া।
সময়ের সঙ্গে ছেলেদের শীতের পোশাকে এসেছে অনেক বদল। অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের পরনে নেটের এমব্রয়ডারি শার্টের সঙ্গে লেদারের প্ল্যাকেট মিলিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে ল্যাপেল জ্যাকেটে সুতোর কারুকাজ। বেলবটম প্যান্টস। ককটেল পার্টির জন্য আদর্শ। আবার অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ের পোশাকটি শার্ট ও জ্যাকেটের মেলবন্ধন ঘটেছে, এর নাম শ্যাকেট। হালকা শীতে সঙ্গতে রাখা হয়েছে লিনেনের সামুরাই প্যান্টস।
যে কোনও পোশাকেই কাটওয়ার্ক আলাদা মাত্রা যোগ করে। এখানে যেমন মডেল দময়ন্তী গিরির শর্ট ড্রেসের উপরে ফুটে উঠেছে কাটওয়ার্কের অনবদ্য শৈলী। তবে ড্রেস আরও মোহময় হয়েছে এমব্রয়ডারি শাল কলার জ্যাকেটের জন্যই। অভিষেক চান, তাঁর পোশাকের মাধ্যমে আত্মবিশ্বাস ও আরাম— দুই-ই ফুটে উঠুক। যেমন মধুরিমা চক্রবর্তীর স্কার্ট ও জ্যাকেট। এমব্রয়ডারি জ্যাকেটের আকর্ষণ বাড়িয়ে তুলেছে থ্রি-ডি লেদার ফ্লাওয়ার। তাঁর ক্রপড টপ ও মিড লেংথ স্কার্টটিও কাটওয়ার্ক কাজের।
ডিজ়াইনে ব্যতিক্রমী ধারা, পোশাকের কাট ও অভিনব নকশার চিন্তা... সব মিলিয়ে অভিষেকের পোশাক যেন এক নতুন মরসুমের সূচনা করেছে। ছবি: কৌস্তভ সাইকিয়া।
শীত যেমন তার ছন্দ ভেঙেছে। ক্যালেন্ডারের দিনক্ষণে আটকে নেই আর। তেমনই ডিজ়াইনে ব্যতিক্রমী ধারা, পোশাকের কাট ও অভিনব নকশার চিন্তা... সব মিলিয়ে অভিষেকের পোশাক যেন এক নতুন মরসুমের সূচনা করেছে।
মডেল: শন বন্দ্যোপাধ্যায়, সৌম্য মুখোপাধ্যায়, মধুরিমা চক্রবর্তী, দময়ন্তী গিরি;
মেকআপ: নব মাইতি,
হেয়ার: সুজয় বণিক;
পোশাক: অভিষেক দত্ত;
ছবি: কৌস্তভ সাইকিয়া;
লোকেশন: ভিভাডা ক্রুজ;
গাড়ি: পোর্শে
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)