Advertisement
০৮ অক্টোবর ২০২৪
rooster

Bizarre: সারা দিন ডেকে ডেকে কান ঝালাপালা, মোরগের বিরুদ্ধে মামলা করলেন দম্পতি

সারা দিন ধরে তীক্ষ্ণ স্বরে ডাকে পড়শির মোরগ। তাই মোরগটিকে দূর করতেই আদালতে গেলেন এক জার্মান দম্পতি।

মোরগ নিয়ে মারামারি!

মোরগ নিয়ে মারামারি! ছবি: সংগৃহীত

সংবাদ সংস্থা
বার্লিন শেষ আপডেট: ১০ অগস্ট ২০২২ ১৮:১৪
Share: Save:

সারা দিন পাশের বাড়ির মোরগের ডাকে জীবন অতিষ্ঠ হওয়ার উপক্রম। তাই সেই মোরগের বিরুদ্ধে মামলা করলেন এক জার্মান দম্পতি। সত্তরোর্ধ্ব ফ্রেডরিক ও জুটটা উইলহেম নামক ওই দম্পতির আবেদন, যেন অবিলম্বে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় মোরগটিকে।

নিজেদের অভিযোগনামায় দম্পতি জানিয়েছেন, মোরগটির নাম মাগডা। সকাল ৮ টা থেকে ডাকা শুরু করে সেটি। কোনও কোনও দিন ভোর ৪টেতেও উঠে পড়ে সেটি। ওঠা মাত্রই শুরু হয় ডাক। আর রাত না হওয়া পর্যন্ত চলতে থাকে সেই ডাক। দিনে গড়ে শ’-দুয়েক বার তীক্ষ্ণ স্বরে ডেকে ওঠে মোরগটি। মোরগের এ হেন তীক্ষ্ণ ডাক দিনভর শোনা অত্যাচারেরই শামিল বলে অভিযোগ তাঁদের। মোরগের অত্যাচারে ইতিমধ্যেই এক প্রতিবেশী বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন বলেও জানিয়েছেন তাঁরা।

সেই দম্পতি।

সেই দম্পতি।

অন্য দিকে মোরগটির মালিক মিখায়েল জানিয়েছেন, মোরগটিকে অন্যত্র সরানোর উপায় নেই তাঁর। ২০১৮ সালে ৫টি মুরগি কেনেন তিনি। আর সেই মুরগিগুলির জন্যই একটি মোরগ দরকার তাঁর। সেই কারণেই মোরগটাকে পুষছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rooster Court Couple Germany
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE