Advertisement
১৯ এপ্রিল ২০২৪

প্রার্থীদের ভোটের ডায়েট

দোরগোড়ায় ভোট। প্রচার চলছে জোরকদমে। চড়চড় করে বাড়ছে রোদের তাপও। এই তো সবে গরমের সূচনা। ভোট মরসুমে প্যাচপ্যাচে গরমে ভোটরে প্রচার করতে কী ভাবে নিজেদের খেয়াল রাখছেন প্রার্থীরা? তারকা প্রার্থীরা কী ভাবে বাকি কাজ সামলেও ভোটের প্রচারে থাকেন তরতাজা? এই তিন মাসের ডায়েট কী রাখছেন তাঁরা? দেখে নিন।

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ১১:৪৩
Share: Save:

দোরগোড়ায় ভোট। প্রচার চলছে জোরকদমে। চড়চড় করে বাড়ছে রোদের তাপও। এই তো সবে গরমের সূচনা। ভোট মরসুমে প্যাচপ্যাচে গরমে ভোটরে প্রচার করতে কী ভাবে নিজেদের খেয়াল রাখছেন প্রার্থীরা? তারকা প্রার্থীরা কী ভাবে বাকি কাজ সামলেও ভোটের প্রচারে থাকেন তরতাজা? এই তিন মাসের ডায়েট কী রাখছেন তাঁরা? দেখে নিন।

বাইচুং ভুটিয়া, তৃণমূল প্রার্থী, শিলিগুড়ি

সকাল: ফলের রস, ডিম, টোস্ট, চা।

দুপুর: ড্রাই ফ্রুটস, দু’তিনটে ফল, ফলের রস।

রাত: রুটি, ভাত ডাল, চিকেন স্ট্যু।

এছাড়াও: সারা দিনে প্রচুর জল।

জ্ঞানসিংহ সোহনপাল, কংগ্রেস প্রার্থী, খড়্গপুর সদর

সকাল: দু’টো ইডলি অথবা ছাতু।

দুপুর: দু’টো দইবড়া।

রাত: একবাটি ডাল দিয়ে একটা রুটি।

এছাড়াও: কাজের ফাঁকে কফি, নয়তো চা।

কান্তি গঙ্গোপাধ্যায়, সিপিএম, রায়দিঘি

দুপুর: ভাত, ডাল, আলু পোস্ত, আমের চাটনি।

রাত: ডাল দিয়ে একটা রুটি।

এছাড়াও: বিকেলে শসা-মুড়ি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

diet election candidate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE