দিনভর খাটাখাটনি, রোদে ঘোরঘুরির পর আয়নায় মুখ দেখলেই বোঝা যায়, ক্লান্তির ছাপ স্পষ্ট। পরিশ্রমের ফলে যেমন শরীর ক্লান্ত হয়, তেমনই ত্বকেও তার প্রভাব পড়ে। এমন ত্বককে দ্রুত তরতাজা করতে চান?
ক্লিনজ়িং, টোনিং, ময়েশ্চারাইজ়িং করেন। তবে কখনও কখনও ত্বকের জন্য বিশেষ যত্নের প্রয়োজন। ত্বকের কালচে ভাব দূর করে দ্রুত সজীব করে তুলতে মাঝমধ্যে ব্যবহার করুন মাস্ক। দোকান থেকে কিনতেই পারেন। তবে চাইলে বাড়িতেও তা বানিয়ে নিতে পারেন।
ল্যাভেন্ডার ফেস মাস্ক: ক্লান্ত শরীর, মন চাঙ্গা করতে ল্যাভেন্ডার অয়েলর গন্ধই যথেষ্ট। তেমনই রূপচর্চায় ব্যবহার করা যায় তেলটি। ১ টেবিল চামচ অলিভ অয়েল, আধ চা-চামচ মধুর সঙ্গে ২-৩ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। পরিষ্কার মুখে সেটি মেখে নিন। মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন। ত্বকের ধরন শুষ্ক হলে বা বলিরেখা থাকলে মাস্কটি বিশেষ কাজের হবে।
তবে ল্যাভেন্ডার অয়েলে কারও কারও অ্যালার্জি থাকতে পারে। মাস্ক ব্যবহারের আগে প্যাচ টেস্ট বা হাতে লাগিয়ে দেখা দরকার শরীরে কোনও অস্বস্তি হচ্ছে কি না।
অ্যালো ভেরা, চন্দনের মাস্ক: গরমে অনেকসময় ত্বকে জ্বালা দেয়। এই মাস্কটি নিমেষে ত্বকে ঠান্ডা ভাব আনবে। ১ টেবিল চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ ঠান্ডা দুধ মিশিয়ে নিন। যোগ করুন ১ চা-চামচ চন্দন গুঁড়ো। মিশ্রণটি পরিষ্কার মুখে লাগিয়ে নিন। মিনিট ১৫ বাদে মুখে টান ধরলে, জলের ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন। ক্লান্তির ছাপ উধাও হবে স্বল্প সময়ে।
শসার মাস্ক: দিনভর কাজ করে চোখে ব্যথা? ক্লান্ত শরীর? ত্বকে আরাম লাগবে শসার মাস্ক ব্যবহার করলে। আধ খানা শসা মিক্সারে ঘুরিয়ে নিন। যোগ করুন ১ টেবিল চামচ টক দই। মিশ্রণটি মুখে মাখুন ১০-১৫ মিনিটের জন্য। এই সময় ফ্রিজে রাখা ঠান্ডা শসা গোল করে কেটে চোখের উপর দিন। আরাম লাগবে, চোখর নীচেক কালিও কমবে এতে।