প্রতীকী ছবি।
পুজোর চার দিন বাঙালিরা তারিখ বা বারের খেয়াল রাখে না। তারিখ মনে করতেও ক্যালেন্ডারে চোখ রাখতে হয়। কারণ পুজো মানেই তিথি নির্ভরতা। সঙ্গে এক রাশ পরিকল্পনা। কোনও দিন আড্ডা, কোনও দিন ঠাকুর দেখা, কোনও দিন পাত পেড়ে খাওয়া। সঙ্গে রোজ নতুন নতুন ভাবে সেজে ওঠা। বাঁধা-ধরা জীবনে অভ্যস্ত বলেই আনন্দের সঙ্গে পুজোর রুটিন কিন্তু ধকলও এনে দেয়। শরীরে তার ছাপ পড়েই। সেই ছাপ সবচেয়ে বেশি পড়ে ত্বকে। পরদিন পুজোর সাজে মেকআপ করার আগে ত্বকের ক্লান্তি তো কাটানো দরকার! ঘরোয়া রূপটানেই তরতাজা হবে ত্বক।
কফির রূপটান
পছন্দের এই পানীয় দিয়ে কিন্তু ত্বকের হাল-হকিকত বদলে ফেলা যায়! একটি ছোট বাটিতে ১ টেবিল চামচ কফি পাউডার, ২ টেবিল চামচ মধু ও ১ চা চামচ ঠান্ডা জল মেশান। এ বার মিশ্রণটি মুখে লাগিয়ে নিয়ে ভাল করে মাসাজ করুন। ৩০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। কফিতে ক্যাফিন থাকায় এটি ত্বকের এক্সফোলিয়েশনের জন্য খুব উপকারী।
অ্যালো ভেরার রূপটান
মুখের তরতাজা ভাব ফেরাতে পারে অ্যালো ভেরা পাতার জেল। একটি বাটিতে ২ টেবিল চামচ অ্যালো ভেরা জেল, ১ টেবিল চামচ ঠান্ডা দুধ ও ১ টেবিল চামচ চন্দনগুঁড়ো দিয়ে ভাল করে মেশান। এর পর এই মিশ্রণটি মুখ ও ঘাড়ে লাগিয়ে ৪০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। অ্যালো ভেরার তাজা ভাব তো যোগ করবেই, সেই সঙ্গে চন্দনের গুঁড়ো ত্বককে আলাদা ঔজ্জ্বল্য এনে দেবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy