ব্যস্ত জীবন, কাজের চাপে রোজ রোজ রান্না করা প্রায় কোনও বাড়িতেই সম্ভব হয় না। এক দিন রান্না করে দু’তিন দিন ফ্রিজে রেখে খাবার গরম করে প্রায় সকলেই খাই। এতে সময় যেমন বাঁচে, তেমনই এক সঙ্গে রান্না করে রাখার ফলে গ্যাসের খরচও বাঁচে। তবে জানেন কি কিছু কিছু খাবার টাটকা খাওয়াই ভাল? বার বার গরম করলে পুষ্টিগুণ তো নষ্ট হয়ই, শরীরের মারাত্মক ক্ষতিও হতে পারে। এমনকী শরীরে বাসা বাঁধতে পারে ক্যানসারও। এই গ্যালারিতে দেখে নিন এমনই ৮ খাবার।
আরও পড়ুন: যে ১০ ভুল আমরা অল্প বয়সে সকলেই করি