সম্পর্কের অনেক দিন হয়ে গিয়েছে। বিছানার উষ্ণতাও কমে এসেছে। তাই ডেট মানে যেন শুধুই শপিং মল কিংবা কোথাও খেতে যাওয়া। বড্ড একঘেয়ে লাগছে! কথাও যেন ফুরিয়ে এসেছে। শুরু দিকের দিনগুলির কথা মনে পড়লেও কষ্ট হয়। মনে প্রশ্ন জাগে, সম্পর্কটাও কি একঘেয়ে হয়ে উঠছে?
এমন কিন্তু নয়। সম্পর্কের বন্ধন আরও গভীর করতে দু’জনে একসঙ্গে অনেক কিছুই করা যায়। এক জন উৎসাহ না নিলেও অন্য জন যদি একটু বেশি উদ্যোগী হয়ে নতুন কিছু শুরু করেন, তা হলেও দেখবেন সম্পর্ক আরও মধুর হয়ে উঠছে। কোনও একটি ছুটির দিন কাফের বদলে পাড়ার চায়ের দোকান থেকে চা খান, শপিং মল না গিয়ে কলকাতা জাদুঘরে কাটান। কিন্তু আরও দীর্ঘ দিন ধরে যদি যুগলে নতুন কোনও কাজ করতে চান, তা হলে নীচের তালিকায় চোখ বুলিয়ে নিন।