বর্তমান পরিস্থিতি শুধু যে অর্থনীতিতে আঘাত হেনেছে এমনটা নয়। কোভিড-১৯ সংক্রমণের প্রভাব পড়েছে নিত্যনৈমিত্তিক প্রতিটি কাজেও। স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা নিয়ে মানুষ আরও বেশি করে সচেতন হচ্ছেন। এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিদান প্রথম থেকেই ছিল যে, চোখে হাত দেওয়া কমাতে হবে। প্রতিটি জিনিস, যা আমরা রোজ ব্যবহার করছি, সেগুলি স্যানিটাইজ করতেই হবে। লকডাউনের পর আনলক পর্ব শুরু হয়েছে। অনেকেই কাজে বেরচ্ছেন। মাস্ক পরে তো বেরতেই হবে। এদিকে চশমাও রয়েছে। খানিকটা অসুবিধা হচ্ছে। মানিয়ে নিতে হচ্ছে। বাড়ি ফিরে মাস্ক তো স্যানিটাইজ করছেন নিশ্চয়। কিন্তু চশমা?ঠিক মতো স্যানিটাইজ করছেন সেটি? মেনে চলছেন চশমা স্যানিটাইজ করার সঠিক নিয়ম?
দি আমেরিকান অ্যাকাডেমি অব অপথ্যালমোলজি কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে চোখ সংক্রান্ত যত্নের বিশেষ নির্দেশিকা দিয়েছে। চোখের যত্ন তার অন্যতম এবং চশমা পরলে সে সংক্রান্ত কিছু নির্দেশিকাও দেওয়া হয়েছে।
যে কোনও পরিস্থিতিতে সংক্রমণ আটকাতেই হবে। চশমা যাঁদের রয়েছে, তাঁদের ক্ষেত্রে কোনও সারফেসে সেটি রাখলেই বিশেষভাবে স্যানিটাইজের প্রয়োজন, এমনই জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে চশমার ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে।