এ বার হার্ডওয়্যারের দুনিয়ায় পা রাখতে চলেছেন ফেসবুকের কর্ণধার মার্ক জুকেরবার্গ।
ফেসবুকের বিল্ডিং ৮ নামে একটি ডিভিশন গোপনে অন্ততপক্ষে ৪ রকমের অত্যাধুনিক হার্ডওয়্যার প্রোডাক্ট তৈরিতে ব্যস্ত। এক সংবাদ সংস্থার রিপোর্টে এই তথ্য সামনে এসেছে।
এখন প্রশ্ন উঠতেই পারে কী এমন জিনিস তৈরি করছে জুকেরবার্গের দল? তবে এর জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটি বছর।
তবে ওই রিপোর্টের ভিত্তিতে জানান গিয়েছে, যে চারটি গ্যাজেট আনার পরিকল্পনা করছে ফেসবুক তা আধুনিক গ্যাজেটের দুনিয়ায় একটা ঢেউ তুলবে।
আরও পড়ুন: আপনাকেই কেন বেছে বেছে মশা কামড়ায়? জেনে নিন
সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে সোজা হার্ডওয়্যারের বাজারে প্রতিযোগিতায় নেমে জুকেরবার্গ সফল হবেন কিনা এখন সেটাই দেখার। বিশেষ করে যখন সারা বিশ্বে বড় বড় হার্ডওয়্যার সংস্থা রয়েছে, তাদের প্রোডাক্ট বাজারে ছেয়ে রয়েছে। সেই সংস্থাকে টেক্কা দিয়ে হার্ডওয়্যারের দুনিয়ায় জুকেরবার্গ সাম্রাজ্য বিস্তারে সক্ষম হন কিনা সেটা শুধু সময়ের অপেক্ষা।