Advertisement
২৮ সেপ্টেম্বর ২০২৩
Saree

Fashion: একলা চলো রে, বিদ্যা বালনের শাড়িতে রবি ঠাকুরের গানের ছোঁয়া

রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় গান ‘একলা চলো রে’ এ বার বিদ্যা বালনের শাড়ির আঁচলে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: ইনস্টাগ্রাম

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ১৯:৪০
Share: Save:

শাড়ি বরাবরই বিদ্যা বালনের প্রিয় পোশাক। তার উপর তিনি পছন্দ করেন বাঙালিদের। দুই-ই এবার মিলে গেল তাঁর সাজে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানের কথা দেখা গেল তাঁর শাড়ির আঁচল ও পাড়ে।

বরাবরই ছোটখাটো ডিজাইনার বা পরিবেশ-বান্ধব সাজ বেছে নিয়েছেন ‘শেরনি’র অভিনেত্রী বিদ্যা। এ বারও তাঁর অন্যথা হয়নি। বাদামি সুতির শাড়িটা আদপে একটি ছোট্ট অনলাইন বিপণি ‘ফরশাড়িজ’ থেকে নেওয়া।

ইংরেজি এবং বাংলা দুই হরফেই লেখা রয়েছে গানের কথা। সুজয় ঘোষ পরিচালিত জনপ্রিয় ছবি ‘কহানি’তেও এই গান ব্যবহার করা হয়েছিল। ‘কহানি’র মুখ্য চরিত্রে ছিলেন বিদ্যাই। তাই এই গানের সঙ্গে যে নায়িকার গভীর যোগ রয়েছে, তা বোঝাই যাচ্ছে।

এই শাড়ির বিক্রেতাদের তরফে জানানো হয়েছে, সুতির শাড়িটি রাজস্থানের একটি ছোট গ্রামের কারিগরের তৈরি। ওয়েবসাইটে এই হ্যান্ড ব্লক-প্রিন্টেড শাড়ির দাম রয়েছে ২৭০০ টাকা। এই শাড়ির সঙ্গে কালো ব্লাউ়জ এবং ছোট কালো টিপ পরেছিলেন বিদ্যা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE