Advertisement
২০ এপ্রিল ২০২৪
hair

পার্লারে আর নয়, এই উপায়ে চুলে হাইলাইট করুন বাড়িতেই

ক’দিনই বা গাঁটের খড়ি খরচ করে পার্লারে যাওয়া যায়? পার্লারে ব্যবহৃত রাসায়নিক চুলের ক্ষতিও করে। এই উপায়ে বাড়িতে বসে করুন হাইলাইট।

বাড়িতে নিজের করা হাইলাইটেও চুল হয় সুন্দর। নিজস্ব চিত্র।

বাড়িতে নিজের করা হাইলাইটেও চুল হয় সুন্দর। নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৮ ১৩:৫২
Share: Save:

চুল হাইলাইট করতে ভালবাসেন? কিন্তু ক’দিনই বা গাঁটের খড়ি খরচ করে পার্লারে যাওয়া যায়? সে সময়ই বা হয় কোথায়? তা ছাড়া এই বর্ষায় জমা জলে বাড়ি থেকে বেরনোও দুষ্কর। পার্লারে ব্যবহৃত রাসায়নিক চুলের ক্ষতিও করে। তা হলে উপায়? সাধের চুলে লাগবে না হাইলাইটের রং?

তা আবার হয় না কি! তার চেয়ে বরং সহজ কিছু উপায় জেনে নিলে বাড়িতে বসে নিজেই করে নিতে পারবেন হাইলাইট। বাঁচবে সময় আর টাকাও।

লেবুর রস: সবচেয়ে সস্তা উপায়ে স্থায়ী হাইলাইটের সমাধান লেবু। এমনিতেই চুলের পুষ্টিতে এর ভূমিকা অসীম। চুলে চাকচিক্য আনতে লেবু অন্যতম সেরা। একটি পাত্রে লেবুর রসের সঙ্গে সমপরিমাণ জল মেশান। এ বার চুলের গোছা আলাদা আলাদা করে ভাগ করে তাতে লাগিয়ে নিন এটি। এর পর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে চুল ঢাকুন। রোদে বসুন খানিক ক্ষণ। চুল শুকোলে ঈষদুষ্ণ গরম জলে শ্যাম্পু করে নিন। বার দুয়েক এমন করলেই দেখবেন, কেমন রং ধরেছে চুলে!

আরও পড়ুন: এই উপায়ে সেলিব্রিটিদের ব্যবহার করা ব্র্যান্ডের অধিকারী হবেন আপনিও!

চায়ের লিকার: ঘরোয়া উপায়ে চুলকে কন্ডিশনিং করতে চায়ের লিকারের চেয়ে ভাল সমাধান আর নেই। কিন্তু জানেন কি, চুলকে হাইলাইট করার ক্ষমতাও রয়েছে এর। তবে যে কোনও রকম চা নয়, এটি করতে ক্যামোমাইল টি ব্যাগ কিনে আনুন। টি ব্যাগ রাখুন গরম জলে, তা রং ছাড়তে শুরু করলে, ভাল করে গুলে নিন গরম জলের সঙ্গে। এ বার সেই জল দিয়ে চুল ধুয়ে রোদে বসুন কিছু ক্ষণ। বার তিনেক এমন করুন। হালকা লালচে আভার হাইলাইট পেয়ে যাবেন সহজেই।

কন্ডিশনার আর দারুচিনি: এই দুইয়ের মিক্সড ডাবলসে চুলে হবে দেখার মতো হাইলাইটস! কয়েকটা দারুচিনি মিক্সারে গুঁড়িয়ে নিন। তার পর কন্ডিশনারের সঙ্গে মেশান। এ বার কোনও ব্রাশ দিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভাল করে লাগিয়ে নিন এই প্যাক। তার পর মোটা দাঁড়ার চিরুনি দিয়ে চুল আঁচড়ে চুলে কোঁপা করে রাখুন। শাওয়ার ক্যাপে মাথা ঢেকে শুয়ে পড়ুন। সকালে উঠে শ্যাম্পু করে ফেললেই চুলে ধরবে মনের মতো রং!

আরও পড়ুন: ব্যায়াম তো করেন, জানেন কোন ব্যায়ামে কত ক্যালোরি ঝরে?

কাঠের চিরুনি ব্যবহারে চুল থাকবে তরতাজা। ছবি: পিক্সঅ্যাবে।

ভিনিগার ও মধুর মিশ্রণ: এই উপায় অবলম্বন করতে হলে আগে থেকে বানিয়ে রাখুন প্যাক। দরকার কিছু ঘরোয়া জিনিস, যা সহজেই কিনে আনা যায়। ১ কাপ মধু, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ এলাচ গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিন ২ কাপ ভিনিগার। মিশ্রণটি ঘন করে বানান। এ বার আলাদা করে বেছে নিন কোন কোন চুলগুলিকে হাইলাইট করতে চাইছেন। সেখানে এই প্যাক লাগিয়ে একটা শাওয়ার ক্যাপ ঢেকে রাখুন চুলে। ঘুমোনোর আগে এটা লাগিয়ে শুয়ে পড়ুন, আর সকালে উঠে শ্যাম্পু করে নিন। সুন্দর হাইলাইটে ভরে উঠবে চুল। এই মিশ্রণ এতই শক্তিশালী যে, ব্যবহার করলে রোদে বসে চুল শুকোনোরও প্রয়োজন নেই।

এই ক’টা সহজ ঘরোয়া পদ্ধতি অবলম্বন করুন আর চুলে আনুন চোখ ধাঁধানো হাইলাইট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fashion Tips Hair Fashion Hair Care
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE