একটা বয়সের পর গিয়ে মহিলারা অনেকেই হরমোন সংক্রান্ত নানা সমস্যায় পড়েন। বিশেষ করে ৪০ পরবর্তী মহিলাদের হরমোনের অসুখ বেশি হয়। এই ভারসাম্যহীনতার কারণে ওজন বেড়ে যাওয়া, অকারণেই রেগে যাওয়া, মনখারাপের সমস্যা দেখা দেয়। তবে ২০-৩০ বছর বয়সি মহিলাদেরও এই সমস্যা হতে পারে। এর থেকে মুক্তি পেতে ভরসা রাখুন কয়েকটি যোগাসনে। কারণ যোগাসনের বেশ কিছু ভঙ্গি মানসিক চাপ কমায় ও শরীররও ভাল রাখে। ফলে হরমোন নিঃসরণ ঠিকমতো হয়।
ভুজঙ্গাসন
পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়ুন। পা দু’টি পিছনের দিকে জোড়া অবস্থায় রাখুন। কাঁধের ঠিক নীচে হাত দু’টি রেখে কনুই সোজা রাখুন। এই অবস্থায় শ্বাস নিয়ে মেঝে থেকে শরীর উঠিয়ে বুক চিতিয়ে রাখুন। কাঁধটি সামনের দিকে আনবেন না। এ বার ঘাড় সোজা করে সামনের দিকে তাকান। এই অবস্থায় পাঁচ বার শ্বাস নিন ও শ্বাস ছাড়ুন। তার পর শুরুর ভঙ্গিতে ফিরে যান।