মহিলাদের অফিসের কাজের পাশাপাশি সামলাতে হয় সংসারও। সব দিকে নজর দেওয়ার পরআর সময় থাকে না নিজের দিকে ফিরে তাকানোর। ফলে শরীরের অবনতিও ঘটে দ্রুত। তার উপর শরীরচর্চার কথা শুনলেই অনেকে মনে করেন, তাতে অনেক সময় লাগবে। তাই সে চিন্তা প্রথমেই বাতিল করে দেন কেউ কেউ। কিন্তু কিছু জিনিস মাথায় রেখে চললে সহজেই সুস্থ থাকা যায়। দেখে নিন সেগুলি কী কী—
১) জল: শরীরে জলের ঘাটতির কুফল অনেক। আর পর্যাপ্ত জল খাওয়ার উপকারিতা অবিশ্বাস্য। খেয়াল করে কিছু ক্ষণ অন্তর খেতে হবে জল, যাতে ডিহাইড্রেশন না ঘটে কোনও মতেই।