Advertisement
২০ এপ্রিল ২০২৪
Lifestyle News

বেড়াতে গিয়েও ওজন বশে রাখতে মেনে চলুন এই ৩ টিপ্‌স

কাজের ব্যস্ততার মাঝে মন সব সময়ই ছুটি ছুটি করে। কয়েকটা দিন মাথা থেকে কাজের বোঝা নামিয়ে, নিয়ম এড়িয়ে চুটিয়ে উপভোগ করার সময়। তবে ছুটি কাটিয়ে ফিরে ওজন বেড়ে গেলে আবার চিন্তাও একটু বাড়ে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০৫
Share: Save:

কাজের ব্যস্ততার মাঝে মন সব সময়ই ছুটি ছুটি করে। কয়েকটা দিন মাথা থেকে কাজের বোঝা নামিয়ে, নিয়ম এড়িয়ে চুটিয়ে উপভোগ করার সময়। তবে ছুটি কাটিয়ে ফিরে ওজন বেড়ে গেলে আবার চিন্তাও একটু বাড়ে। তাই জেনে নিন কী ভাবে চুটিয়ে ছুটি কাটিয়েও ওজন রাখবেন বশে।

হাঁটুন

ঘুরতে গেলে যেহেতু নিয়মিত এক্সারসাইজ করা হয় না, খাওয়া-দাওয়ারও কিছুটা অনিয়ম হয় তাই এই সময় হাঁটার উপর জোর দিন। হাঁটা খুব উপকারি কার্ডিও এক্সারসাইজ। বেড়াতে গেলে আমাদের হাতে অনেকটা সময় থাকে। সাধারণত আমরা শপিং করে বা এ দিক, ও দিক ঘুরে সেই সময় ব্যয় করি। চেষ্টা করুন যতটা সম্ভব হেঁটে এই সব কাজ সেরে ফেলার। প্রাইভেট ট্যাক্সির বদলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলেও কিছুটা উপকার পাবেন। বেড়াতে গিয়ে অতিরিক্ত খাওয়া-দাওয়ার কারণে শরীরে যে মেদ জমে, হেঁটে সহজেই তা ঝরানো যায়।

আরও পড়ুন: বাড়িতেই বানিয়ে নিন নিজের ডিওডরান্ট

জিম

যদি আপনার বাজেটে পোষায় তাহলে এমন হোটেল বুক করুন যেখানে জিম রয়েছে। একটু আগে ঘুম থেকে উঠে জিমে ৪৫ মিনিট ওয়েট স্ট্রেংথ ট্রেনিং নিতে পারেন।

চিট মিল

ছুটি মানেই চুটিয়ে উপভোগ করার সময়। যা মন চায় তাই খাই আমরা। কিন্তু যখনই বেশি খেয়ে ফেলি তখনই সমস্যা শুরু হয়। যেমন, গোটা একটা পিত্জা খাওয়ার থেকে এক স্লাইস পিত্জা খাওয়া ভাল। সব সময় ময়দা ও মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। যদি চিট মিল খেতে চান, তাহলে হয় কিছুটা হেঁটে এসে তারপর খান, অথবা খাওয়ার পর কিছুটা হেঁটে নিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vacation Diet Tips Weight Loss
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE