শীতকাল মানেই ত্বকের সঙ্গে চুলেরও রুক্ষ হওয়ার দিন। আবহাওয়ার শুষ্কতা, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি কম ইত্যাদি কারণে চুলের গোড়া রুক্ষ হয় ও ফেটে যায় সহজে। এই সমস্যা কেবল লম্বা চুলের মানুষদের ক্ষেত্রেই ঘটে তা নয়, শীতে চুল পড়া বা রুক্ষ হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন কম-বেশি অনেকেই।
‘‘মূলত ঠান্ডা আবহাওয়া ও শীতে কিছুটা যত্নের অভাবেই চুলের এমন দফারফা অবস্থা হয়। শীতের সময় নিয়ম মেনে শ্যাম্পু বা চুলের যত্নে অনীহা দেখা যায় অনেকের মধ্যেই। আর তাতেই সমস্যার সূত্রপাত।’’— জানালেন রূপ বিশেষজ্ঞ শম্পা নায়ার।
তবে কর্মব্যস্ত রুটিনে প্রতি নিয়ত চুলের যত্নের জন্য অনেকটা সময় ব্যয় করতে পারেন না অনেকেই। তার পরেও নামমাত্র খরচে একটা সহজ কৌশল অবলম্বন করলেই চুলের রুক্ষতা ও গোড়া ফেটে যাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলতে পারে সহজেই।