Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Couple

ডেটিং সাইট থেকে পার্কে আড্ডা? প্রথম সাক্ষাতে কিছু নিয়ম মেনে চলুন

প্রথম দেখা যাতে একমাত্র হয়ে থেকে না যায়, তার জন্য কিছু কথা মনে রাখা দরকার।

কোথায় দেখা হবে? তা ঠিক করার আগে বুঝে নিন যেন জায়গাটি দু’জনেরই মন মতো হয়।

কোথায় দেখা হবে? তা ঠিক করার আগে বুঝে নিন যেন জায়গাটি দু’জনেরই মন মতো হয়। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ মে ২০২১ ২০:৪৪
Share: Save:

ডেটিং সাইটে আলাপ। কয়েক দিন নেটমাধ্যমে কথা বলার পর দেখা করার ইচ্ছা। করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট কিছুটা কমলেই হয়তো সেই ব্যবস্থা করে ফেলা হবে। তবে প্রথম সাক্ষাতের কিছু নিয়ম আছে। তা আগে থেকে জেনে রাখা জরুরি।

প্রথম দেখা যাতে একমাত্র হয়ে থেকে না যায়, তার জন্য কিছু কথা মনে রাখা দরকার। যেমন—

জায়গা: কোথায় দেখা হবে? তা ঠিক করার আগে বুঝে নিন যেন জায়গাটি দু’জনেরই মন মতো হয়। তবেই প্রথম দেখা মসৃণ হবে।

বন্ধু: প্রায় অচেনা একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। যেখানে দেখা হবে, সেই জায়গার ঠিকানা যেন দেওয়া থাকে কোনও এক বন্ধুর কাছে। মনে রাখবেন, আপনার সুরক্ষাই শেষ কথা।

সময়: প্রথম দেখার দিনে যেন পৌঁছতে দেরি না হয়। সময় দিলে, তা রাখা জরুরি। ঠিক সময়ে পৌঁছচ্ছেন কি না, তা বলে দেবে সম্পর্কের সম্ভাবনায় কতটা গুরুত্ব দিচ্ছেন আপনি।

কথা: নিজের কথা বলবেন তো বটেই। তবে অপরের কথা শোনার এবং জানার ইচ্ছা প্রকাশ করুন। তবেই সম্পর্ক এগোতে পারে। কথার আদানপ্রদানই না হলে আর প্রথম দেখা জমবে কী করে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Couple Lovelife Tips Dating Site
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE