Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Lifestyle News

কয়েক মিনিটেই মিলবে প্যান, আসছে মোবাইল অ্যাপ

ঘরে বসে এক নিমেষে মিলবে প্যান। শীঘ্রই এমন মোবাইল অ্যাপ বাজারে আসবে। শুধুমাত্র পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (প্যান) নয়, ওই অ্যাপের সাহায্যে আয়করও জমা দিতে পারবেন। এ ধরনের অ্যাপ তৈরি করছে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২০
Share: Save:

ঘরে বসে এক নিমেষে মিলবে প্যান। শীঘ্রই এমন মোবাইল অ্যাপ বাজারে আসবে। শুধুমাত্র পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (প্যান) নয়, ওই অ্যাপের সাহায্যে আয়করও জমা দিতে পারবেন। এ ধরনের অ্যাপ তৈরি করছে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)।

সিবিডিটি-র এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আয়করদাতাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্র। তবে স্মার্টফোনের মাধ্যমে প্যান পেতে আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক। সে ক্ষেত্রে অনলাইনে কেওয়াইসি ফর্ম ভরতে হবে। তা ছাড়া, আপনার স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো সুবিধাও থাকতে হবে। গ্রাহকের আঙুলের ছাপ-সহ বিভিন্ন তথ্য অনলাইনে দেওয়ার পরই প্যান মিলবে।

আরও পড়ুন

টেলিভিশনে ফেসবুক করতে বাজারে নয়া অ্যাপ

সাধারণত, প্যান কার্ড পেতে দু’তিন সপ্তাহ সময় লাগে সময় লাগে। তবে এই অ্যাপের সাহায্যে মিনিট পাঁচেকেই প্যান নম্বর মিলবে। এ ক্ষেত্রে অবশ্য নম্বর মিললেও কার্ড পেতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PAN Smartphone Mobile App
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE