এসে গেল বছরের সেই বিশেষ সময়। নিজেদের নয়, ভূতেদের দিন। ভূতুরে পোশাকে সেজে, ভূতুরে ডেকরেশনে, ভূতুরে খাবার-দাবার ও কার্যকলাপ উদযাপনের সময়। ঠিক ধরেছেন। হ্যালোউইন। প্রতি বছর ৩১ অক্টোবর সারা বিশ্বে খ্রিস্টানরা এই দিন পূর্ব পুরুষদের স্মরণ করে উদযাপন করে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে সংস্কৃতি অনুযায়ী বদলে যায় হ্যালোউইন পালনের রীতি। কালীপুজোর এক দিন আগে ভূত চতুর্দশীর দিন আমরাও পালন করি এই উত্সব। কোথায়, কবে থেকে শুরু হল হ্যালোউইন উদযাপন? জেনে নিন সেই ইতিহাস।
ইতিহাস
সামাহে-র প্রাচীন কেল্টিক উত্সব হিসেবে শুরু হ্যালোউইনের। কেল্টিক ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম দিন ১ নভেম্বর। তার আগে রাতে মনে করা হয় জীবিতের সঙ্গে মিলিত হন মৃতেরা, জাগতিক সব কিছুর সঙ্গে মিলে যায় ভৌতিক যা কিছু।