হালে ওটস খাওয়ার প্রচলন বেড়েছে। অনেকেই ওটসের খিচুড়ি-পোলাও খান, কেউ কেউ এর রুটিও বানিয়েও নেন। এতে প্রচুর ফাইবার আছে। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে ওটস খেলে। কিন্তু এর বাইরেও এর আরও অনেক গুণ আছে।
আরও পড়ুন:
সেগুলি কী কী? রইল তালিকা।
• নিয়মিত ওটস খেলে রক্ত চলাচল বাড়ে। শরীরে জমা দূষিত পদার্থের সাফ হয়। টক্সিন জাতীয় পদার্থ শরীর থেকে বেরিয়ে যায়। ফলে মেদের পরিমাণ কমে। কিডনির লাভ হয়।
• খাদ্যনালীতে নানা ধরনের ব্যাকটিরিয়া থাকে। এগুলি খাবার হজম করতে সাহায্য করে। ওটসে বেটা-গ্লুক্যান নামের একটি উপাদান আছে। সেটি খাদ্যানালীতে পিচ্ছিলকারক পদার্থ তৈরি করে। তার পাশাপাশি হজমে সুবিধা করে যে ব্যাকটিরিয়াগুলি, সেগুলির সংখ্যা বাড়ায়। ফলে হজমের সমস্যা কমে।
• ওটস খাওয়ার পরে এক বিশেষ ধরনের হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এই হরমোনটি খিদে কমিয়ে দেয়। ফলে যাঁরা নিয়মিত ওটস খান, তাঁদের খিদে কম পায়। ফলে ওজন বৃদ্ধির আশঙ্কাও কমে।