Advertisement
E-Paper

রান্নাঘরে গ্যাস লিক করছে, কী ভাবে বুঝবেন? রইল ৫টি লক্ষণ

রান্নাঘরে গ্যাস লিক করলে তড়িঘড়ি পদক্ষেপ করা উচিত। কিন্তু চোরা লিকেজ থাকলে অনেক সময়ে তা বোঝা যায় না। ফলে বিপদের আশঙ্কা বেড়ে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৭:৫২
Here are 5 warning signs that indicate a possible gas leak in your home

রান্নাঘরে গ্যাস লিক করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। ছবি: সংগৃহীত।

রান্নাঘরে প্রতি দিন গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হয়। দীর্ঘ দিন ব্যবহারের ফলে গ্যাস অনেক সময়ে লিক করতে পারে। কিন্তু বহু মানুষই তা বুঝতে পারেন না। তার ফলে অজান্তেই বড় দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়। তাই কয়েকটি লক্ষণকে অবহেলা করা উচিত নয়।

১) গ্যাস লিক করছে কি না, তা বোঝার সবচেয়ে ভাল উপায়, রান্নাঘরের গন্ধ। অনেক সময়েই প্রশ্বাস নিলে তা বোঝা যায়। গ্যাস অতিরিক্ত পরিমাণে নির্গত হলে সারা বাড়িতেই সেই গন্ধ ছড়িয়ে যেতে পারে।

২) গ্যাস যদি বেশি মাত্রায় এবং অনেক ক্ষণ ধরে নির্গত হয়, তা হলে অনেক সময়ে তা পরিবারের সদস্যদের মাথা ব্যথার কারণ হতে পারে। কারও কারও ক্ষেত্রে রান্নার গ্যাস দেহের প্রবেশ করলে বমি-বমি ভাব তৈরি হতে পারে।

৩) গ্যাসের পাইপের কোনও অংশ থেকে যদি লিকেজ তৈরি হয়, তা শনাক্ত করার জন্য পাইপের গায়ে সাবানজল বুলিয়ে দেওয়া হয়। তার ফলে যেখান থেকে লিকেজ হচ্ছে, সেখানে বুদবুদ তৈরি হয়। তবে এই পদ্ধতিতে লিকেজ পরীক্ষা করা পেশাদারদের উপরেই ছেড়ে দেওয়া ভাল।

৪) সিলিন্ডার থেকে বেশি ক্ষণ ধরে গ্যাস বেরতে থাকলে সেই গন্ধ বোঝা সম্ভব। গ্যাসের মধ্যে সালফার থাকার কারণে সেই গন্ধ পচা ডিমের মতো হতে পারে। এ রকম পরিস্থিতি তৈরি হলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করা উচিত।

৫) গ্যাসের পাইপ বা বার্নারের কোথাও চোরা লিকেজ থাকলে তা বোঝা সম্ভব না-ও হতে পারে। সেখান থেকে প্রতি দিন অল্প পরিমাণে গ্যাস বেরিয়ে যায়। এ ক্ষেত্রে রান্নাঘরে কোনও গাছ থাকলে তা বিপদ থেকে রক্ষা করতে পারে। গাছের পাতা যদি শুকিয়ে যায়, তা হলে গ্যাস সিলিন্ডার এবং পাইপ পরীক্ষা করে নেওয়া উচিত।

LPG Gas Gas Laek Safety Tips Kitchen Hacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy