Advertisement
০৫ মে ২০২৪
WhatsApp

হোয়াটস্‌অ্যাপে প্রেমিকার সাড়া নেই? রেগে গিয়ে আপনাকে ব্লক করে দিলেন কি না বুঝবেন কী ভাবে?

হোয়াটস্‌অ্যাপে নতুন অনেক বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। ফলে কেউ কাউকে ব্লক করেছে কি না, তা জেনে নেওয়া আগের মতো সহজ নয়। অসম্ভবও নয়। কয়েকটি উপায় জানা থাকলে সহজেই বোঝা যাবে।

 কেউ কাউকে ব্লক করেছে কি না, তা চটজলদি জেনে নেওয়া আগের মতো সহজ নয়।

কেউ কাউকে ব্লক করেছে কি না, তা চটজলদি জেনে নেওয়া আগের মতো সহজ নয়। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২০:০৮
Share: Save:

কয়েক দিন ধরেই কথা বন্ধ আকাশ আর প্রিয়ার। দু’জনের সম্পর্কের বয়স খুব বেশি নয়। সম্পর্কের শুরু থেকেই মন কষাকষি লেগে রয়েছে। প্রিয়া একটু বেশি অভিমানী। টুকটাক এমন ঝগড়াঝাঁটি হলে পর প্রিয়া দু’দিন আকাশের ফোন ধরে না। হোয়াটসঅ্যাপে টুকটাক কথা চালাচালি হতে থাকে। কিন্তু এ বারের ব্যাপারটা অন্য রকম। ঝগড়ার আড়াই দিন পার হতে চলল অথচ হোয়াটসঅ্যাপে প্রিয়ার কোনও বার্তা এল না। সরস্বতী পুজোতে নিজের হাতে তুলে দেওয়া প্রিয়ার হোয়াটসঅ্যাপের ছবিটাও দেখতে পাচ্ছে না আকাশ। তা হলে কি প্রিয়া ব্লক করে দিল হোয়াটস্‌অ্যাপে না কি ছবিটাই উড়িয়ে দিয়েছে রাগ করে? দ্বন্ধ কাজ করছে আকাশের মনে।

এমন সংশয়ের মধ্যে দিয়ে যান অনেকেই। অপর দিকের মানুষটি যোগাযোগ বিচ্ছিন্ন করেছে কি না, তা জানার জন্য আকুল হওয়া অস্বাভাবিক নয়। এখন হোয়াটসঅ্যাপে নতুন নতুন অনেক বৈশিষ্ট্য যোগ হয়েছে। ফলে কেউ কাউকে ব্লক করেছে কি না, তা চটজলদি জেনে নেওয়া আগের মতো সহজ নয়। তবে অসম্ভবও নয়। কয়েকটি উপায় জানা থাকলে এমন কিছু কঠিন নয়। রইল সেই উপায়গুলি।

হোয়াটসঅ্যাপে নতুন নতুন অনেক বৈশিষ্ট্য যোগ হয়েছে।

হোয়াটসঅ্যাপে নতুন নতুন অনেক বৈশিষ্ট্য যোগ হয়েছে। প্রতীকী ছবি।

১) আপনাকে কেউ যদি হোয়াটস্‌অ্যাপে ব্লক করে দেন, তা হলে সবার আগে তাঁর ছবিটি হোয়াটস্‌অ্যাপ প্রোফাইল থেকে উধাও হয়ে যাবে। ছবি দেখতে পাচ্ছেন না মানেই তিনি আপনাকে ব্লক করে দিয়েছেন, ব্যাপারটি কিন্তু তেমনও নয়। কারণ হোয়াটস্‌অ্যাপের বৈশিষ্ট্য আছে, কেউ যদি না চান যে আপনি তাঁর ছবি দেখুন, তিনি কিন্তু তাঁর ছবি আপনার থেকে আড়ালে (হাইড) রাখতে পারেন। তাই এক বার সেই সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরও কয়েকটি দিক যাচাই করে নিন।

২) তিনি শেষ কখন হোয়াট্‌অ্যাপ দেখেছেন? কেউ ব্লক করে দিয়েছেন কি না, তা জানার এটিও একটি নির্ধারক। অন্য দিকের মানুষটি শেষ কখন হোয়াটসঅ্যাপে সক্রিয় ছিলেন, ব্লক করলে সাধারণত সেই সময়টি দেখায় না। তবে অনেকেই নিজের ‘লাস্ট সিন’ বন্ধ করে রাখেন। ফলে, শুধু সেই সময়টি দেখাচ্ছে না মানেই যে ব্লক করে দিয়েছেন, এমনও নয়।

৩) আপনি কাউকে হোয়াটস্‌অ্যাপে বার্তা পাঠিয়েছেন, অথচ দু’টো ‘রাইট’ চিহ্ন পড়ছে না। হোয়াটস্‌অ্যাপে ব্লক করে দেওয়ার এটিও একটি লক্ষণ। তবে কেউ যদি হোয়াটস্‌অ্যাপে সক্রিয় না থাকেন, তা হলে বার্তা পাঠালে দু’টো চিহ্ন পড়ে না। একটাই দেখায়।

৪) হোয়াটস্অ্যাপে ফোন করে দেখুন। সাধারণ ‘মোবাইল ডেটা’ চালানো থাকলে ফোন করলে ‘রিঙ্গিং’ দেখায়। সক্রিয় না থাকলে ‘কলিং’ দেখায়। কিন্তু কয়েক দিন ধরে ফোন করেও যদি ‘কলিং’ দেখায়, তা হলে ধরে নেওয়া যেতে পারে তিনি আপনাকে ব্লক করে দিয়েছেন।

৫) কেউ আপনাকে তাঁর হোয়াটস্‌অ্যাপে ব্লক করে দিয়েছে কি না, তা যাচাই করার আরও একটি উপায় রয়েছ। দু’-এক জনকে নিয়ে একটি গ্রুপ বানান। সেই গ্রুপে এ বার তাঁকে যুক্ত করার চেষ্টা করুন। যদি ব্যর্থ হন, তা হলে ধরে নিতে পারেন তিনি আপনাকে ব্লক করে দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

WhatsApp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE