হেঁচকি ওঠা মোটেই অস্বাভাবিক কিছু নয়। কারও কারও প্রতি দিনই হেঁচকি ওঠে। অল্প সময়ের মধ্যে সে হেঁচকি বন্ধও হয়ে যায়। কিন্তু কখন এই হেঁচকি বড় কোনও অসুখের পূর্বাভাস? কোন কোন লক্ষণ দেখলে সাবধান হবেন?
গোড়াতেই জানা দরকার, কেন হেঁচকি ওঠে?
• খুব বেশি পরিমাণে খাবার খাওয়া
• অত্যন্ত দ্রুত খাওয়া
• উত্তেজনা, ভয় বা উদ্বেগ
• অতিরিক্ত মদ্যপান
• মানসিক চাপ
• হঠাৎ পরিবেশের তাপমাত্রার বদল
• ইসোফেগাসে অস্বস্তি