ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে হিনা খানের সাজপোশাক নিয়ে চর্চা লেগেই থাকে। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা পাল্লা দিতে পারে যে কোনও বলিউড নায়িকাকেও। হিনা কী পরছেন, কেমন ভাবে চুল কাটছেন, কোন পোশাকের সঙ্গে কোন গয়না পরছেন, কোন জুতো পরছেন— যাবতীয় খুঁটিনাটি তিনি মাঝেমাঝেই অনুগামীদের জানিয়ে থাকেন ইনস্টাগ্রামের মাধ্যমে। অনুরাগীদের কাছে হিনা এখন ‘স্টাইল আইকন’।
সম্প্রতি আবারও হিনার সাজপোশাক নজর কাড়ল তাঁর ভক্তদের। ‘ইউকে এশিয়ান চলচ্চিত্র উৎসব ২০২২’-এর সমাপ্তি অনুষ্ঠানে আইভরি রঙের অফ-শোল্ডার করসেট আর স্কার্টেই সেজে উঠেছিলেন হিনা। ভারতীয় পোশাকশিল্পী তরুণ তাহিলিয়ানির নকশা করা পোশাকে হিনার সেই লাস্যময়ী রূপ নজর কেড়েছে ভক্তদের। লন্ডনের রাস্তায় সেই পোশাক পরে একাধিক ফোটোশ্যুট করেছেন হিনা। নিজের সাজপোশাকের ছবি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন তিনি, যা এই মুহূর্তে নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।