যে কোনও বাড়ির সঙ্গে বাগান থাকলে সেখানকার সৌন্দর্য বদলে যায়। এখন অবশ্য আর বাড়ি, উঠোন, বড় বাগান থাকে না। বরং আবাসনের ছোট্ট ফ্ল্যাটেই জীবন কাটে। ছোট ঘর, ততোধিক ছোট বারান্দা।ফলে বাগানের ইচ্ছা থাকলেও অনেককেই তা দমন করতে হয়। কারণ, ছোট্ট জায়গায় কোথায় থাকবে গাছ। আর যদি বা বারান্দায় বাগান করাও হয়, হাঁটা-চলার জায়গা মিলবে কী করে?
আরও পড়ুন:
এমন সমস্যার সমাধান বিশেষ কঠিন নয়। দরকার সঠিক পরিকল্পনা।
উল্লম্ব বাগান
মেঝে দখল না করে দেওয়ালেই তৈরি করে ফেলতে পারেন বাগান। ছবি: এআই দ্বারা প্রণীত।
বারান্দার যে দেওয়ালে রোদ পড়ে সেখানেই বানিয়ে ফেলুন উল্লম্ব বাগান। মেঝে দখল হবে না। দেওয়াল বরাবর কাঠের বা লোহার খাঁচা বানিয়ে নিন নীচ থেকে উপর পর্যন্ত। তাতে থাকবে হুক বা টব রাখার গোলাকার জায়গা। সেখানে প্লাস্টিকের টব ঝুলিয়ে বা আটকে দিন। টব রাখার রিং করলে, মাটির টবও বসানো যাবে।
রেলিং
বারান্দার রেলিঙেও কিন্তু গাছ রাখা যায়। রেলিং-এ লোহা দিয়ে টব রাখার ব্যবস্থা করে নিন। কিংবা লতানে ফুলের গাছ রেলিং বা থাম পেঁচিয়ে যাতে বেড়ে উঠতে পারে সেই ব্যবস্থাও করা যায়। মধুমালতী, অপরাজিতা এমন নানা রকম ফুলের গাছ বেছে নিতে পারেন।
ঝুলন্ত টব
বারান্দায় আংটা দিয়ে ফুল গাছের টব ঝুলিয়ে দেওয়া যায়। নানা রকম ক্যাকটাস, পিটুনিয়া, জারবেরার মতো ফুলের গাছ, ফার্ন, অর্কিড এই ভাবে সাজিয়ে রাখলে বেশ মানাবে।
জায়গার অভাব থাকলেও ইচ্ছার অভাব না থাকলেই ছোট্ট জায়গাতেই গাছপালা লাগানো যায়। বানানো যায় মনের মতো বাগান।