Advertisement
E-Paper

স্যাঁতসেঁতে ভাড়াবাড়িতে ভাল লাগে না? বাড়িওয়ালার শর্ত না ভেঙে ৩ কৌশলে ঘর সাজিয়ে ফেলুন

ভাড়া বাড়িতে নিজস্বতার ছোঁয়া আনতে চান? সহজ তিন কৌশল জেনে নিন। কম খরচে, বাড়িওয়ালার শর্ত না ভেঙে সাজিয়ে ফেলতে পারেন ঘর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১৮:১২
3 tips of decoration for your rental house which makes your mood gloomy

নিজের দক্ষতায় ভাড়া বাড়ির ভোল পাল্টে ফেলুন। ছবি: সংগৃহীত।

শহরের মাঝে ছোট্ট ঘর ভাড়া নিয়েছেন? আলো-হাওয়ার খেলা নেই খুব একটা। দেওয়ালগুলিও কেমন ছাল-ওঠা। নতুন বাড়িতে পা রেখে মনখারাপ। অথচ খরচের কথা ভেবে মেনে নিতে হচ্ছে। এ দিকে খুব বেশি বদল করার অনুমতিও নেই বাড়িওয়ালার তরফে। তবে নিজের দক্ষতায় ঘরের ভোল পাল্টাতে বেশি ক্ষণ লাগবে না। শুধু রুচিবোধকে কাজে লাগালেই হবে। তিনটি কৌশল জেনে রাখলে সুবিধা হতে পারে।

আলোকসজ্জা: প্রকৃতির আলো যদি ঘরে না ঢোকে, তবে কৃত্রিম আলোর উপরেই ভরসা রাখতে পারেন। তবে প্রাকৃতিক আলো এলেও কৃত্রিম আলো দিয়ে সন্ধ্যায় ঘর উজ্জ্বল করা যায়। তাতে গৃহসজ্জাও আকর্ষণীয় হতে পারে। শহরের আলোর বাজার অথবা অনলাইনে ঘেঁটে খুঁজে বার করুন ল্যাম্পশেড, টেবিল ল্যাম্প। একই সঙ্গে কিনে নিতে পারেন ছোট ছোট ঝাড়লণ্ঠন বা টুনিবাল্‌বও। ঘরের কোনায় ল্যাম্পশেডটি রাখুন। এই ধরনের আলোর সুবিধা হল, বাড়ির নানা কোণে নিয়ে যাওয়া যায়। প্রয়োজন মতো ঘরবদল করা যায়। সম্ভব হলে ল্যাম্পশেডের পাশে একটি গাছের টবও রাখতে পারেন। অথবা কৃত্রিম ফুলগাছ (যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা নেই)। বারান্দা বা বসার ঘরে রাখুন ঝাড়লণ্ঠনটি। শোয়ার ঘরে বিছানার পিছনের দেওয়ালে টুনিবাল্‌ব আটকে দিতে পারেন।

3 tips of decoration for your rental house which makes your mood gloomy

কৃত্রিম আলোর উপরে ভরসা রাখতে পারেন। ছবি: সংগৃহীত।

অভিনব আসবাবপত্র: প্রায়শই ভাড়াটেদের অভিযোগ করতে শোনা যায়, ঘরে জায়গা খুব কম। তাই বড় বড় বেঢপ বেমানান আসবাব রেখে জায়গা নষ্ট করবেন না। এখানেই আপনার উদ্ভাবনী ক্ষমতার পরীক্ষা। খুঁজে খুঁজে এমন এমন আসবাব ঘরে আনুন, যা একই সঙ্গে একাধিক কাজের জন্য উপযুক্ত, অথবা ভাঁজ করা যায়। এতে জায়গা খরচ কম হয়। যেমন ধরা যাক, সোফা-কাম-বেড, দেওয়ালে লাগানো টেবিল, অথবা ভাঁজ করা যায় এমন তাক। ব্যবহারের প্রয়োজনে আসবাবের আকার বড় করা যাবে, জায়গার প্রয়োজনে ছোট করে ভাঁজ করে রাখা যাবে।

3 tips of decoration for your rental house which makes your mood gloomy

এমন আসবাব ঘরে আনুন, যা একই সঙ্গে একাধিক কাজের জন্য উপযুক্ত। ছবি: সংগৃহীত।

দেওয়ালসজ্জা: ডবল টেপ দিয়ে দেওয়ালে সাজিয়ে রাখুন স্মরণীয় মুহূর্তগুলির ছবি। ট্রিপ পোলারয়েড থেকে শুরু করে ফোটো বুথ স্ট্রিপ কিনে সাঁটতে পারেন। তবে দেওয়াল নিয়ে বাড়িওয়ালার কড়া নিয়ম থাকলে এক নতুন জিনিস কিনতে পারেন। টুনিবাল্‌বের মুখে ক্লিপ লাগানো, সেই ক্লিপগুলিতে আটকে দেওয়া যায় ছবি। তাতে দেওয়ালে কিছু সাঁটতে হয় না। এই সজ্জায় দেওয়াল হয়ে উঠতে পারে নিজস্ব, অর্থবহ। ছবি পছন্দ না হলে ওয়ালপেপারের স্ট্রিপও ব্যবহার করতে পারেন।

3 tips of decoration for your rental house which makes your mood gloomy

দেওয়ালে সাজিয়ে রাখুন স্মরণীয় মুহূর্তগুলির ছবি। ছবি: সংগৃহীত।

Home Dacor Tips house decoration Rental House
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy