লম্বা সফরের পর বাড়িতে ঢুকলেই শুরু হয়ে দুশ্চিন্তা। ধুলো ভরা ঘর কী করে বাসযোগ্য করা যাবে, তাও আবার খুব তাড়াতাড়ি। ভাল ভাবে ঘর পরিষ্কার করতে অনেক সময় দরকার। কিন্তু দ্রুত কী ভাবে, কোন জিনিসটি করে ফেললে কিছুটা হলেও ঘর ব্যবহারের উপযোগী হয়ে উঠবে?
১। প্রথমেই ঘরের দরজা-জানলা খুলে দিন। স্নানঘরের দরজাও খুলে দিন। দীর্ঘ দিন বন্ধ থাকার ফলে ঘরে ভ্যাপসা গন্ধ হয়।ভ্যাকিউম ক্লিনার থাকলে প্রথমেই একটি বা দু’টি ঘরের মেঝে পরিষ্কার করে নিন। বিছানার চাদরগুলি পাল্টে ফেলুন।
২। রান্না করতে হলে হেঁশেলে নজর দিতেই হবে। চট করে ভিজে কাপড় দিয়ে গ্যাস অভেন এবং রান্নার জায়গাটি মুছে ফেলতে পারেন। বাসনকোসন আঢাকা থাকলে ভাল করে ধুয়ে নেওয়া জরুরি।
৩। ঘরের পাশাপাশি দ্রুত খাওয়ার টেবিল মুছে ফেলুন। যে সব জায়গায় ব্যাগ বা জিনিসপত্র রাখতে হবে সেইগুলিও চট করে ভিজে কাপড় দিয়ে মুছে নিন।
৪। বেড়ানোর ট্রলি, ব্যাগ কিন্তু যথেষ্ট নোংরা থাকে। ঘরে তোলার আগে জীবাণুনাশক ওয়াইপ্স দিয়ে ট্রলি ব্যাগের চাকা, ব্যাগের হাতল এবং বাইরের অংশ মুছে ফেলুন।
৫। একটু ফুরসত পেলেই ট্রলি বা ব্যাগ খুলে বেশ কিছু জামাকাপড় দ্রুত ওয়াশিং মেশিনে কাচতে বসিয়ে দিন। কাপড়কাচার যন্ত্র না থাকলে, অবশ্য খুব বেশি তাড়াহুড়ো না করে, কাজটি পরের দিন করতে পারেন।
প্রথম ধাপে ঘর ব্যবহারের উপযোগী হয়ে উঠবে বটে। তবে খুব ভাল ভাবে বাড়ি পরিষ্কার করতে হবে। ক্লান্ত শরীরে সেই কাজ সম্ভব না হওয়াই স্বাভাবিক। তবে বাকি কাজ পরের কয়েক দিনের জন্য ভাগ করে নিতে হবে।