বাড়ির আনাচকানাচে গাছে ভরে থাকবে, ফুল ফুটবে, ফল হবে। তাই সুবিধামতো জায়গায় গাছ বসিয়েছেন। কিন্তু সেই গাছ বেড়ে উঠছে না?
বাড়ির সৌন্দর্যায়নে অনেকেই গাছ বসান।তবে নিজেদের সুবিধামতো জায়গায়। যেখানে গাছ বেড়ে উঠলে বাড়িটি দেখাবে ভাল। উদ্যানপালকেরা বা বাগান নিয়ে অভিজ্ঞরা বলছেন, গাছ বসানোর ভুলেও সমস্যা হতে পারে।
১। যেখানে গাছ বেড়ে উঠলে ভাল দেখাবে সেখানে আদৌ সূর্যালোক আসে কি? বেশিরভাগ গাছের বেড়ে ওঠার জন্য যথেষ্ট আলো-হাওয়া লাগে। বিশেষত ফুল, ফলের যে গাছের জন্য অন্তত ছ’ঘণ্টা সূর্যালোক দরকার, তা ছায়াযুক্ত স্থানে বসালে অসুবিধা হওয়াটাই স্বাভাবিক।
২।মাটির প্রস্তুতিও দরকার। বেশিরভাগ গাছ গোড়ায় জল জমলে মরে যেতে পারে। শিকড় পচতে পারে।যেমন এঁটেল মাটির জলধারণ ক্ষমতা বেশি। বেলে মাটিতে জল তাড়াতাড়ি বেরিয়ে যায়।তাই মাটি তৈরির সময় কোন মাটি দেওয়া হচ্ছে, জল নিষ্কাশন ব্যবস্থা মজবুত কি না দেখে না নিলেই সমস্যা হতে পারে।
৩। টবে গাছ বসালে নীচের অংশে ছিদ্র থাকা জরুরি। মাটি প্রস্তুতির সময় টবের নীচে পাথরের স্তর দিতে পারেন। এতে গাছের গোড়ায় জল জমবে না।
৪।গাছ এমন জায়গায় বসান যাতে যত্নআত্তির সময় নজর না এড়িয়ে যায়। অন্দরসজ্জায় গাছ ব্যবহার করেছেন, কিন্তু এমন জায়গায় যে সেটি নজরের আড়ালে চলে গিয়েছে। এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভুলটি হয় জল না দেওয়া।
৪। পছন্দের গাছ বসালেই হল না, সেটি কোন জল-হাওয়ার উপযুক্ত জানতে হবে। শীতের গাছ গরমে লাগালে মরে যাবে।আবার গরমের গাছ শীতের উপযোগী নয়। পাহাড়ের গাছ, সমতলে বেড়ে ওঠার পরিবেশ পাবে না।