ঘর পরিষ্কারের কাজকে সহজ এবং আরামদায়ক করতে বর্তমানে বাজারে বেশ কিছু আধুনিক প্রযুক্তি সম্পন্ন গ্যাজেট পাওয়া যায়। যা ব্যবহার করলে আপনার মূল্যবান সময় যেমন বাঁচবে, তেমনই কমবে কায়িক পরিশ্রমও। ঘর পরিষ্কারের তেমনই পাঁচ আধুনিক যন্ত্রপাতির নাম জেনে নিন।
১. রোবট ভ্যাকুয়াম ক্লিনার
স্মার্ট প্রযুক্তির যন্ত্র যা নিজে নিজেই ঘরের মেঝে ঝাঁড় দেয় এবং ময়লা পরিষ্কার করে। এতে এক ধরনের সেন্সর থাকে, ফলে আসবাবপত্রের সঙ্গে ধাক্কা লাগে না। কিছু মডেলে এখন ‘মপিং’ বা ঘর মোছার সুবিধাও থাকছে। অ্যাপের মাধ্যমে বাইরে থেকেও এটি নিয়ন্ত্রণ করা যাবে।
২. কর্ডলেস স্টিক ভ্যাকুয়াম
ভারী ভ্যাকুয়াম ক্লিনার পুরনো হয়েছে। এখনকার আধুনিক ভ্যাকুয়াম ক্লিনার ওজনে হালকা। আর তা চালানোর জন্য তারেরও দরকার হয় না। এর সাহায্যে ঘরের কোণ, সিলিং, এমনকি সোফার তলার ধুলোবালিও খুব সহজেই পরিষ্কার করা যায়। এটি রিচার্জেবল, তাই তারের ঝামেলা নেই।
৩. ইলেকট্রিক স্পিন স্ক্রাবার
বাথরুমের টাইলস বা রান্নাঘরে মেঝে বা দেওয়ালে যে দাগ পরিষ্কার করতে কষ্ট হয়, ইলেকট্রিক স্পিন স্ক্রাবার তা সহজেই পরিষ্কার করে দেয় । এই ইলেকট্রিক ব্রাশটি দ্রুত ঘোরে যা হাতের পরিশ্রম ছাড়াই টাইলসের খাঁজ বা কোণের ময়লা নিমেষেই তুলে ফেলে। ব্যবহারের সুবিধার জন্য এর সঙ্গে বিভিন্ন ধরনের ব্রাশ হেডও থাকে।
৪. স্টিম মপ
সাধারণ বালতি-মগের বদলে স্টিম মপ ব্যবহার করলে ঘর শুধু পরিষ্কারই হয় না, জীবাণুমুক্তও হয়। এটি গরম বাষ্পের সাহায্যে মেঝের আঠালো ময়লা এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে। কাঠের মেঝে বা টাইলস—সবক্ষেত্রেই এটি কার্যকর।
৫. রোবটিক উইন্ডো ক্লিনার
উঁচু জানালার কাঁচ বাইরে থেকে পরিষ্কার করার ঝুঁকি আছে। এই রোবট সাকশন পাওয়ারের মাধ্যমে জানালার কাঁচের সঙ্গে আটকে থাকে এবং নিজে নিজেই পুরো কাঁচ মুছতে পারে।