বাড়িতে অতিথি আসবেন, অথচ ঘর এলোমেলো। এমন অবস্থায় ভাবনার শেষ থাকে না। অতিথি আপ্যায়নের ব্যবস্থা করবেন না ঘর গোছাবেন? সমস্যার সমাধান হতে পারে সহজ কৌশলে। স্বল্প সময়ে ঘর নিখুঁত ভাবে সাজিয়ে ফেলাটা কঠিন। তবে ভদ্রস্থ চেহারা অবশ্যই দেওয়া যায়।
আরও পড়ুন:
অগোছালো জিনিস সরিয়ে ফেলুন: খাবার টেবিল থেকে বসার ঘরের টেবিলে ধুলো জমেছে, এটা-সেটা ছড়ানো? জামা-কাপড়গুলি চেয়ারের উপর ডাঁই করে রাখা বা সোফায় ছড়ানো? প্রথমেই সেগুলিকে আড়ালে সরিয়ে ফেলুন। সমস্ত জামাকাপড় ভাঁজ করে গুছিয়ে তোলা সম্ভব হবে না। যেগুলি কাচার দরকার সেগুলি ওয়াশিং মেশিনে ভরে দিন। বাকিগুলো কোনও ব্যাগে ভরে, আড়ালে সরিয়ে দিন। টুকিটাকি জিনিস যেগুলি সামনে রাখা যায় ঝেড়ে রেখে দিন। বাকিগুলো ভাঁড়ার ঘর বা অন্য কোথাও সরিয়ে দিন।
জুতো রাখার জায়গা: অতিথি এলে প্রথমেই জুতো রাখার জায়গায় চোখ পড়বে। জুতো এদিক-সেদিক ছড়িয়ে রাখলে দেখতে বিশ্রী লাগবে। তাই জুতো রাখার তাকে সেগুলি গুছিয়ে দিন। বা জুতো রাখার কাবার্ড থাকলে সেখানে জুতোগুলো ভরে দিন।
স্নানঘর: অতিথি বাড়ি এসে স্নানঘরে যেতে পারেন। সেটি অপরিচ্ছন্ন থাকলে ভাবমূর্তি নষ্ট হতে পারে। তাই বেসিন থেকে সাবান রাখার জায়গা পরিষ্কার করে নিন। নতুন সাবান রাখুন। পরিষ্কার তোয়ালে রাখুন হাতের কাছে। সুগন্ধী স্প্রে করুন। স্নানঘরে একটি বাটিতে জল নিয়ে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিয়ে রাখুন। এতে স্নানঘরটি পরিচ্ছন্ন দেখাবে, দুর্গন্ধ চলে যাবে।
বসার ঘর: অতিথি এসে যে ঘরে বসবে সেটি দ্রুত পরিষ্কার করতে হবে। সবচেয়ে সুবিধাজনক উপায় হল একটি ফাঁকা ঝুড়িতে বাড়তি জিনিস ভরে ফেলুন। ঘর যদি ছিমছাম থাকবে, ততই পরিচ্ছন্ন দেখাবে। হাবিজাবি জিনিস সরিয়ে বসার টেবিলে কোনও সুন্দর ট্রে বা ফুলদানি সাজিয়ে দিন। সোফায় বসলে যে অংশগুলিতে অতিথির চোখ যাবে, সেগুলি চটজলদি সাজিয়ে ফেলুন।
সুগন্ধী: সুগন্ধ মনের উপর প্রভাব ফেলে। তরতাজা লাগে। তবে কৃত্রিম সুগন্ধী নয়, ঘরে রাখুন এসেনশিয়াল অয়েল। অয়েল ডিফিউজ়ার থাকলে তার মধ্যে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ফেলে দিন। তা বাষ্পীভূত হয়ে ঘর ভরে যাবে। সুগন্ধ ছড়াবে।