Advertisement
E-Paper

ছোটরা বাড়ির দেওয়ালের সৌন্দর্য নষ্ট করেছে, দীপাবলির আগে সেই দাগ মুছবেন কী ভাবে?

বাড়ির দেওয়ালের ক্ষতি করতে পারে ক্ষুদে সদস্যেরা। অথচ অহেতুক দুশ্চিন্তা না করেই সেই দাগ মুছে ফেলা যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৮:৫০
Effortless tips to clean crayon and paint marks from walls before Diwali

প্রতীকী চিত্র।

দীপাবলির আগে অনেকেই অন্দরসজ্জায় মন দেন। আবার উৎসবের মরসুমে বাড়িতে অতিথিদের আগমন বৃদ্ধি পায়। বছরের এই সময়ে বাড়ি পরিষ্কার করা এবং গুছিয়ে রাখা সময়সাপেক্ষ। রঙ্গোলির রং থেকে দেওয়ার বা ঘরের মেঝে নষ্ট হতে পারে। আবার উৎসবের সময়ে বাড়িতে ছোটদের দৌরাত্ম বাড়তে পারে। বিভিন্ন ধরনের রং এবং পেনসিল দিয়ে তারা দেওয়ালে আঁচড় কাটতে পারে। কিন্তু দুশ্চিন্তা না করে খুব সহজেই সেই দাগ মুখে ফেলা সম্ভব।

কী কী প্রয়োজন

দেওয়ালের দাগ তোলার বাড়িতে সহজেই পাওয়া যায়, এ রকম কতকগুলি জিনিস ব্যবহার করা যেতে পারে। যেমন বেকিং সোডা, সাদা ভিনিগার, বাসন মাজা সাবান, মাইক্রোফাইবার কাপড়, পুরনো ব্যবহৃত টুথব্রাশ, নেল পলিশ রিমুভার।

পদ্ধতি

১) গরম জলে সাবান গুলে একটি স্পঞ্জ দিয়ে দেওয়ালের দাগগুলিকে ঘষতে হবে। তার পর একটি মাইক্রোফাইবার কাপড় দিয়ে তা মুছে ফেলা যায়।

২) বেকিং সোডার ক্ষেত্রে জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করতে হবে। তার পর দাগের উপর ঘষতে হবে।

৩) দেওয়ালের পুরনো রং বা অন্য দাগের ক্ষেত্রে কাজে আসবে সাবান জল। খুব জোরে ঘষা চলবে না। সে ক্ষেত্রে রং চটে যেতে পারে।

৪) দেওয়ালে জল রং বা পোস্টার কালারের ছোপ তুলতে কাজে আসবে ভিনিগার ও জলের মিশ্রণ। ঘষার জন্য টুথব্রাশ ব্যবহার করা যায়।

৫) তেল রং সহজে উঠতে চায় না। এ ক্ষেত্রে নেল পলিশ রিমুভার কাজে আসতে পারে। মিশ্রণে একটি ব্রাশ চুবিয়ে দাগের উপর ঘষতে হবে। তার পর একটি পরিষ্কার কাপড়

Home Decoration Wall Paint Diwali 2025 home tips Cleaning Tips cleaning hacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy