Advertisement
E-Paper

নিয়মিত এক্সটেনশন কর্ড ব্যবহার করেন? দুর্ঘটনা এড়াতে ৫টি পরামর্শ জেনে রাখুন

বাড়িতে এক্সটেনশন কর্ড থেকে কোনও দুর্ঘটনা ঘটতে পারে। এই ধরনের বিদ্যুৎ সংযোগ ব্যবহারের আগে সাবধান থাকা উচিত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৮:০৫
Follow these 5 tips to know when you should never use an extension cord

এক্সটেনশন কর্ড ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। ছবি: সংগৃহীত।

বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে অনেকেই এক্সটেনশন কর্ড ব্যবহার করে থাকেন। এই ধরনের বোর্ডের নির্দিষ্ট ক্ষমতা রয়েছে। কিন্তু অনেকেই প্লাগের অভাবে শক্তিশালী যন্ত্র চালাতেও এক্সটেনশন কর্ড ব্যবহার করে থাকেন। সতর্ক না হলে, মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

১) কোন কোন যন্ত্রে সাবধানতা

মোবাইল, ল্যাপটপ বা মিউজ়িক সিস্টেম— অর্থাৎ কম বিদ্যুতের প্রয়োজন, এ রকম যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে এক্সটেনশন কর্ড ব্যবহার করা যায়। কিন্তু এসি, ফ্রিজ, মাইক্রোওয়েভ, হিটার ব্যবহারের ক্ষেত্রে এক্সটেনশন কর্ড ব্যবহার করা উচিত নয়। কারণ, এই ধরনের যন্ত্রগুলি চালাতে অপেক্ষাকৃত বেশি বিদ্যুৎ প্রয়োজন হয়। তাই বেশি ক্ষণ ব্যবহার করলে প্লাগ গরম হয়ে তা থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে। অনেক সময়ে যন্ত্রগুলিরও ক্ষতি হতে পারে।

২) নজরে থাকুক আবহাওয়া

বর্ষাকালে বাড়ির বারান্দা বা খোলা জায়গায় এই ধরনের কর্ড ব্যবহার করা উচিত নয়। বৃষ্টি হলে সেই জল বোর্ডের মধ্যে থাকলে, তার থেকে শর্ট সার্কিট হতে পারে। আবার কর্ডটি বেশি দিন কড়া রোদে থাকলেও, তা থেকে কোনও দুর্ঘটনা ঘটতে পারে।

৩) কার্পেট এবং চাদর

কার্পেট বা বিছানার চাদরের কাছে এই ধরনের বোর্ডে ব্যবহার করা উচিত নয়। উত্তপ্ত হয়ে তা থেকে কার্পেটে বা কাপড়ে আগুন ধরে যেতে পারে।

৪) তারে টান

অনেক সময়ে এক্সটেনশন কর্ডের তার ছোট হলে, তাতে টান পড়ে। আবার অনেকেই দূরত্ব কমাতে একটি বোর্ড থেকে অন্য বোর্ডে তার বাড়িয়ে নেন। এতেও দুর্ঘটনা ঘটতে পারে। তাই সুরক্ষিত থাকতে একটি নির্দিষ্ট সময়ে একটি বোর্ডই ব্যবহার করা উচিত।

৫) স্থায়ী নয়

অনেকেই এক্সটেনশন কর্ডকে স্থায়ী বিদ্যুৎ সংযোগ হিসেবে ব্যবহার করেন। এর ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। কারণ স্থায়ী কানেকশনের মতো নিরাপত্তা এক্সটেনশন কর্ডে থাকে না।

extension cord Electrical appliances electrical accidents home tips electronic gadgets
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy