Advertisement
E-Paper

বৃষ্টির জল পেলে টব ভরে যায় থোকা থোকা ফুলে, বারান্দা বা ছাদে রঙিন লিলি ফোটানোর পদ্ধতি খুব সহজ

গরমের পরে স্বস্তির বৃষ্টিই এদের পছন্দ। বৃষ্টির জল পেলেই থোকা থোকা রঙিন ফুলের বাহারে ভরে যায় চারদিক। বর্ষায় নানা রঙের রামধনুর শোভা যদি ঘরেই চান, তা হলে রেন লিলির থেকে ভাল কিছু হতে পারে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১৬:৫০
How to grow Rain Lily in your Garden or Balcony during this Monsoon season

বর্ষার ফুল রেন লিলি, বাড়িতে নানা রঙের বাহার চাইলে ফুল ফোটানোর সহজ পদ্ধতি শিখে নিন। ছবি: ফ্রিপিক।

জায়গা তো নেই-ই, অভাব সময়েরও। তবু মন চায়, ঘরের জানলা বা বারান্দায় থাকুক নানা রঙের বাহার। লম্বা সাদা পিস লিলি অনেকের ঘরেই শোভা পায়। তবে রেন লিলির জন্য একটু জায়গা প্রয়োজন। বর্ষায় নানা রঙের রামধনুর শোভা যদি ঘরেই চান, তা হলে রেন লিলির থেকে ভাল কিছু হতে পারে না।

গরমের পরে স্বস্তির বৃষ্টিই এদের পছন্দ। বৃষ্টির জল পেলেই থোকা থোকা রঙিন ফুলের বাহারে ভরে যায় চারদিক। বর্ষাকালের ফুল রেন লিলি। সাদা, গোলাপি, হলুদ, লাল-সহ নানা রং এদের পাপড়িতে। রেন লিলি ফোটাতে খুব বেশি পরিচর্যার প্রয়োজন নেই। লম্বাটে, চকচকে পাতার গাছটি আদতে দক্ষিণ ও মধ্য আমেরিকার বৃষ্টি অরণ্যের বাসিন্দা হলেও এর কদর বিশ্ব জুড়েই। বর্ষা আসার আগেই এই ফুল ফোটানোর তোড়জোড় শুরু করতে হবে। বৃষ্টির জল পেলেই নক্ষত্রের মতো ফুটে উঠবে লিলি ফুল।

লিলির চারা রোপণের পদ্ধতি

লিলির কন্দ বা বাল্ব যে কোনও নার্সারি থেকে কিনে নিতে পারেন। বীজ থেকেও চারা তৈরি করা যায়, তবে সে পদ্ধতি জটিল। এর জন্য কোকোপিটের গুঁড়োয় বীজ পুঁতে রাখতে হবে কিছু দিন। তার চেয়ে চারা কিনে নেওয়া ভাল। গরমের সময় থেকেই চারা পুঁতে দেওয়া ভাল। মাটি ২-৩ ইঞ্চি গভীর করে খুঁড়ে তাতে চারা পুঁতে দিন। চারা কিনে আনার আগেই টবের মাটি তৈরি রাখতে হবে। অথবা বাগানে ফোটাতে চাইলে, সেখানেও মাটি তৈরি করে রাখুন আগে থেকেই। সবচেয়ে ভাল হয় নানা রঙের কন্দ কিনলে। একসঙ্গে নানা রঙের লিলি ফুটলে দেখতে বেশি ভাল লাগবে।

লিলি ফুল।

লিলি ফুল। ছবি: ফ্রিপিক।

মাটি

বারান্দা বা বাগানে টব, গামলা বা গ্রো ব্যাগে রোপণ করা যায় রেন লিলি। চওড়া মুখের টব বা বড় আকারের গামলা এই গাছের জন্য আদর্শ। জায়গা একটু বেশি থাকলে ভাল হবে। যদি নানা রঙের কন্দ লাগান তা হলে প্রতিটির মাঝে ২-৩ ইঞ্চির ব্যবধান রাখবেন। লিলির জন্য মাটি খুব বেশি ভেজা থাকলে হবে না। শুকনো ঝুরঝুরে মাটিতেই গাছ ভাল হবে। মাটির সঙ্গে মেশাতে হবে ভার্মিকম্পোস্ট, নিমখোল বা পাতা পচা সার। জৈব সারই গাছের জন্য ভাল।

আলো-জল

জল দিতে হবে পর্যাপ্ত। বিশেষ করে বৃষ্টির সময়ে টবগুলো এমন জায়গায় রাখতে হবে, যাতে গাছ বৃষ্টির জল পায়। তবে টবের জল নিষ্কাশন ব্যবস্থা ভাল হতে হবে। গাছের গোড়ায় যেন জল জমে না থাকে, তা খেয়াল রাখতে হবে।

রেন লিলি ফোটানোর পদ্ধতি সহজ।

রেন লিলি ফোটানোর পদ্ধতি সহজ। ছবি: ফ্রিপিক।

পর্যাপ্ত সূর্যালোক এই গাছের জন্য ভাল। তবে গরমের দুপুরের চড়া রোদে টব রাখবেন না। যদি বাগান বা ছাদে টব রাখেন, তা হলে শেডের ব্যবস্থা রাখতে হবে।

সার-কীটনাশক

জৈব সারই লিলির জন্য ভাল। ভাল ফুলের জন্য মাসে এক বার করে তরল জৈব সার দিতে পারেন পর্যাপ্ত ফসফরাস মেশাতে হবে মাটিতে। ফসফরাসের মাত্রা বেশি হলে তাড়াতাড়ি ফুল আসবে গাছে। সাধারণত পোকামাকড়ের উপদ্রব এই গাছে কম হয়। তবে শুকনো পাতা, আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে। লম্বা পাতা সময়ান্তরে ছেঁটে দিলে ফুল ভাল হবে।

লিলি গাছ খুব বদ্ধ জায়গায় রাখবেন না। আলো-হাওয়া যত বেশি চলাচল করবে ততই গাছে ছত্রাকের সংক্রমণ কম হবে।

home garden Plant Care tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy