জলে আয়রনের মাত্রা বেশি থাকা এ দেশে কোনও নতুন ব্যাপার নয়। অঞ্চলভেদে বিভিন্ন জায়গার জলে আয়রনের মাত্রা বেশি থাকে। আর তার প্রভাব পড়ে দৈনন্দিন জীবনেও। কারও বেশি আয়রন থাকা জলে চুল নষ্ট হয়ে যায়। কারও ত্বকে খসখসে ভাব দেখা দেয়। তবে আয়রন বেশি থাকা জলের যেটা সবচেয়ে বড় সমস্যা, তা হল সেই জলে কাপড় কাচা।
খাওয়ার জল পরিস্রুত করে অনেকেই ব্যবহার করেন। কিন্তু কাপড় কাচার জল সাধারণত পরিস্রুত করা হয় না। ফলে সেই জল দিয়ে সাদা জামা-কাপড় কাচতে গেলেই তাতে হলুদ, বাদামি বা লালচে ছোপ পড়ে কাপড়ে। এক বার কাচলেই সাদা পোশাক নষ্ট হয়ে যায়।
সমস্যা সহজ করতে ড্রাইক্লিনিংয়ের মতো বিকল্প যে নেই, তা নয়। তবে কিছু জামা-কাপড় অনেক সময়েই বাড়িতে কাচার দরকার পড়ে। সেই সব সাদা জামা-কাপড়কে সাদা রাখতে কয়েকটি নিয়ম মেনে দেখতে পারেন—
আয়রন রিমুভার ফিল্টার
সবচেয়ে সহজ এবং দীর্ঘমেয়াদি পদ্ধতি এটিই। জলে আয়রন বেশি থাকলে জলের লাইনের সঙ্গে অথবা ওয়াশিং মেশিনের সঙ্গে যুক্ত জলের লাইনে একটি আয়রন রিমুভাল ফিল্টার বা ওয়াটার সফটনার লাগাতে পারেন। তাতে জলে থাকা আয়রন অনেকটাই দূর করা যায়।
কাচার পদ্ধতি বদলান
১। ঠান্ডা জল ব্যবহার করুন। কারণ আয়রন বেশি থাকা জল যদি গরম করে ব্যবহার করা হয়, তবে দাগ আরও দ্রুত পড়ে এবং গাঢ় হয়। তাই সব সময় ঠান্ডা জল ব্যবহার করুন।
২। এমন ডিটারজেন্ট ব্যবহার করুন, যা আয়রন যুক্ত জলের জন্য বিশেষ ভাবে তৈরি। এই ধরনের ডিটারজেন্টে ফসফেট থাকে। আর ফসফেট আয়রনের কণাগুলিকে আটকে রাখতে পারে। যাতে সেগুলি কাপড়ের ফাইবারে মিশতে না পারে।
৩। ব্লিচ ব্যবহার করবেন না। সাধারণ লিকুইড ব্লিচ বা ক্লোরিন ব্লিচ আয়রনের সঙ্গে বিক্রিয়া ঘটানোর পরে আয়রন অক্সাইড তৈরি করে। ফলে কাপড়ে দাগ আরও গাঢ় হয়। এ ক্ষেত্রে ক্লোরিন ব্লিচের পরিবর্তে অক্সিজেন ব্লিচ বা কালার সেফ ব্লিচ ব্যবহার করলে সমস্যা দূর হবে।
আর যা করতে পারেন
যদি দাগ ইতিমধ্যেই হয়ে গিয়ে থাকে, তাহলে দু’টি ঘরোয়া পদ্ধতি কাজে লাগিয়ে দেখতে পারেন—
১. লেবুর রস ও নুন: দাগের উপর লেবুর রস ঢেলে দিন এবং তার পর সামান্য নুন ঘষে দিন। কাপড়টিকে সরাসরি সূর্যের আলোতে রাখুন। লেবুর রস এবং সূর্যের আলো প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসাবে কাজ করবে। শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
২. সাদা ভিনিগার: ১ লিটার ঠান্ডা জলে ১/২ কাপ ভিনিগার মিশিয়ে তাতে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখুন কাপড়। তার পরে কাচুন। ভিনিগার জলের আয়রন কণাগুলিকে আটকে রাখতে সাহায্য করে এবং কাপড়ও নরম রাখে।