যত্নের দরকার কম হয়। গাছটি ঘরের শোভাও বৃদ্ধি করে। তাই অন্দরসজ্জার গাছের তালিকায় শীর্ষেই নাম থাকে মানিপ্ল্যান্টের। জল বা মাটি— যে কোনও আধারেই গাছ বেড়ে উঠতে পারে। অনেকের বিশ্বাস, এই গাছ ভাগ্যও ফেরায়।
আরও পড়ুন:
তবে মানিপ্ল্যান্ট কম যত্নে বেড়ে উঠলেও, মাঝেমধ্যে এই গাছের অসুখ হতে পারে। থমকে যেতে পারে বৃদ্ধিও। সেই সময় কাজে আসতে পারে এক চিমটে নুন। তবে খাওয়ার নুন নয়, প্রয়োজন ইপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট। মানিপ্ল্যান্টের স্বাস্থ্যের জন্য এটি খুবই কার্যকর এবং এটি গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।
ক্লোরোফিলের উৎপাদন বৃদ্ধি করে: ইপসম সল্টের ম্যাগনেশিয়াম গাছের ক্লোরোফিল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরোফিল পাতার সবুজ রং বজায় রাখে এবং সালোকসংশ্লেষে সাহায্য করে, যার ফলে গাছ আরও সবুজ ও সতেজ দেখায়।
পুষ্টি উপাদান শোষণ: এটি মাটির অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যেমন নাইট্রোজেন ও ফসফরাস, গাছকে ভালোভাবে শোষণ করতে সাহায্য করে।
পাতা হলুদ হওয়া রোধ করে: মানিপ্ল্যান্টের পাতা ম্যাগনেশিয়ামের অভাবে হলুদ হয়ে যেতে পারে। ইপসম সল্ট সেই অভাব পূরণ করে পাতার স্বাভাবিক রঙ ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।
বৃদ্ধি: এটি গাছের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে, যার ফলে ডালপালা দ্রুত প্রশস্ত হয়।
ব্যবহার বিধি
গাছের বৃদ্ধির জন্য এক চিমটে নুন যথেষ্ট।এক লিটার জলে ১ টেবিল চামচ নুন মিশিয়ে নিন। মিশ্রণটি স্প্রে বোতলে ভরে গাছের গোড়ায় বা পাতায় স্প্রে করতে পারেন। গাছের স্বাস্থ্য ভাল থাকলে চার মাসে একবার স্প্রে করলেই যথেষ্ট।