Advertisement
১১ মে ২০২৪
Monsson

Dry Clothes in Monsoon: বর্ষায় জামাকাপড় শুকোতে সমস্যা হয়? রইল চটজলদি কয়েকটি কৌশল

বর্ষায় সূর্য মেঘের আড়ালেই থাকে। বিনা রোদে চটজলদি জামাকাপড় শুকোনোর কয়েকটি উপায় রইল।

বর্ষা মানেই জামাকাপড় শুকনো করা এক ঝক্কির ব্যাপার।

বর্ষা মানেই জামাকাপড় শুকনো করা এক ঝক্কির ব্যাপার। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৪:৩৭
Share: Save:

বর্ষা মানেই জামাকাপড় শুকনো করা এক ঝক্কির ব্যাপার। সারা দিন রোদ নেই, বাতাসে আর্দ্রতা বেশি। উপায়ন্তর না থাকায় খোলামেলা জায়গার বদলে ঘরের মধ্যেই দড়ি টাঙিয়ে শুকোতে দিতে হয় পোশাক। তবে বর্ষায় ভাল করে জামাকাপড় শুকোতে চায় না বলে এতে একটা স্যাঁতসেঁতে ভাব তো থাকেই, সঙ্গে ছত্রাকেরও হানাও দেখা যায়।

অন্য সময় সূর্যের কড়া আলোয় জীবাণু বাসা বাঁধতে পারে না। কিন্তু ভিজে ভাব থাকায় বা দীর্ঘ সময় ধরে শুকোতে থাকায় এই সময় জামা-কাপড়ে দুর্গন্ধ হয়, ছত্রাকও হানা দেয়।

তবে ঘরোয়া কিছু উপায় মেনে চললে বর্ষাকালেও জামাকাপড়ে দুর্গন্ধ হবে না। দ্রুত শুকিয়েও যাবে। জীবাণুর হানা থেকেও দূরে রাখা যাবে পোশাক। রইল বর্ষায় পোশাক শুকিয়ে নেওয়ার কিছু জরুরি উপায়।

১) বর্ষায় ছাদে জামাকাপড় মেলা সম্ভব নয়। এ দিকে ব্যবহৃত পোশাক না কেচেও উপায় নেই। তা হলে উপায়? কাচা জামাকাপড় ভাল করে নিংড়ে নিয়ে জল ঝরিয়ে ঘরে পাখার নীচে মেলে দিন। এমন ঘরে মেলুন যেখানে হাওয়া-বাতাস খেলে। বারান্দা থাকলে সেখানে দড়ি টাঙিয়ে জামাকাপড় মেলে দিন।

২) বাড়িতে ওয়াশিং মেশিন থাকলে বাড়তি সুবিধা রয়েছে। নোংরা পোশাক মেশিনে কেচে নিয়ে সেটি ড্রায়ারে ভাল করে শুকিয়ে নিন।

৩) অনেক বাড়িতেই শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র রয়েছে। বর্ষায় এই যন্ত্রের ব্যবহার কমই হয়। তবে জামাকাপড় শুকোতে এটি ব্যবহার করতে পারেন। বাতানুকূল যন্ত্রের ড্রাইমোড চালিয়ে জামাকাপড় শুকিয়ে নিন।

৪) দড়ি টাঙানো থাকলেও প্রতিটি জামাকাপড় হ্যাঙারে টাঙিয়ে দিন। এতে পোশাকের দু’দিক-ই দ্রুত শুকিয়ে যাবে।

৫) বর্ষায় জামাকাপড় থেকে জীবাণু তাড়াতে জলকাচা না করে ডিটারজেন্ট দিয়ে কাচুন। এতে পোশাক জীবাণুমুক্ত রাখা সম্ভব হবে।

৬) বর্ষাকালে শুধু ঘরের মেঝেই নয়, জামাকাপড়েও একটা স্যাঁতসেঁতে ভাব থাকে। তাই পোশাক পরার আগে ভাল করে এক বার ইস্তিরি করে নিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Monsson clothes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE