Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Nail Polish

Yellow nails: নখে হলদেটে ছাপ পড়ে গিয়েছে? টুথপেস্ট থাকলেই মুশকিল আসান

দীর্ঘ দিন ধরে নেলপলিশ লাগানো থাকলে নখে হলদে ছাপ পড়ে যায়। তা নিমেষে দূর করতে চাইলে টুথপেস্ট ব্যবহার করুন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৫
Share: Save:

ঝকঝকে সাদা নখ দেখতে ভাল লাগলেও সব সময় বাস্তবে তা হয় না। অনেক কারণে নখে হলদে ছাপ পড়ে যায়। বিশেষ করে যদি দীর্ঘ দিন ধরে নেলপলিশ লাগানো থাকলে। তখন নখ থেকে সেই হলদে ভাব দূর করা মুশকিল হয়ে পড়ে। কিন্তু বাড়ির একটি অতি সাধারণ জিনিস দিয়ে আপনার মুশকিল আসান হওয়া সম্ভব। তা হল টুথপেস্ট। তবে সাদা টুথপেস্ট চাই। রঙিন জেল টুথপেস্ট কাজ হবে না। কী করে করবেন, জেনে নিন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

১। প্রথমে নখ কেটে ফাইলার দিয়ে ভাল করে ঘষে নখের আকার ঠিক করে নিন।

২। এর পর টুথপেস্ট নখে লাগিয়ে নিন। পাতলা করে লাগালেই চলবে। হয়ে গেলে ১০ মিনিট রেখে দিন।

৩। এ বার একটি ব্রাশ দিয়ে (নেল ব্রাশ না থাকলে পুরনো টুথব্রাশও ব্যবহার করতে পারেন) নখগুলি ভাল করে ঘষে নিন। এতে নখের স্বাস্থ্য ভাল হবে এবং নখের রং আরও উজ্জ্বল হবে।

৪। এ বার তুলো জলে ভিজিয়ে ভাল করে নখ পরিষ্কার করে নিন। একই পদ্ধতি কয়েক দিন পর পর করলে নখের স্বাভাবিক রং ফিরে আসবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nail Polish Nail Care
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE